iPhone 16 থেকে Redmi Note 14, সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনগুলি

By :  techgup
Update: 2024-09-04 16:41 GMT

আপনি যদি নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে আরও কিছুদিন অপেক্ষা করে যান। কারণ, সেপ্টেম্বর মাসেই বাজারে আসতে চলেছে 9টি দুর্দান্ত স্মার্টফোন। তাই, এই মুহূর্তে কোনো পুরানো স্মার্টফোন কিনে অনুশোচনা করার আগে দেখে নিন এই প্রতিবেদনটি। কারণ, আমরা এই প্রতিবেদনে সেই সকল ডিভাইসগুলির সম্পর্কে আলোচনা করব, যেগুলি চলতি মাসেই লঞ্চ হতে চলেছে।

সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে এই 9 স্মার্টফোন

Motorola Razr 50

আগামী 9 সেপ্টেম্বর Motorola ভারতে তাদের পরবর্তী ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, এই ডিভাইসে 3.6 ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে, আর 6.9 ইঞ্চি প্রাইমারি ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। এছাড়া এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300X প্রসেসর, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেটআপ এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Apple iPhone 16 সিরিজ

আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে Apple-এর বার্ষিক আইফোন লঞ্চ ইভেন্ট, যেখানে উন্মোচন করা হবে Apple iPhone 16 সিরিজ। আর এই নতুন লাইন আপে থাকবে iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max। নতুন সিরিজের স্মার্টফোনগুলিতে A18 Pro প্রসেসর ছাড়াও আপগ্রেড ক্যামেরা এবং এআই ফিচার অন্তর্ভুক্ত করা হতে পারে।

Realme Narzo 70 Turbo

Realme Narzo 70 Turbo স্মার্টফোনটি 9 সেপ্টেম্বর দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে। আর এতে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি 5G প্রসেসর, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Huawei Tri-Fold Phone

Huawei-এর এই ডিভাইসটি আগামী 10ই সেপ্টেম্বর লঞ্চ হবে। এই ফোল্ডিং ডিভাইসে থাকবে ১০ ইঞ্চির বড়ো ডিসপ্লে এবং একটি বিশেষ ডুয়েল হিঞ্জ মেকানিজম। এছাড়াও, ভালো পারফরমেন্সের জন্য এই ডিভাইসে কোম্পানির ইন হাউস Kirin 9 সিরিজের প্রসেসরও থাকতে বলে আশা করা হচ্ছে।

Tecno Phantom V Fold 2, Phantom V Flip 2

এই মাসেই বিশ্ববাজারে Tecno লঞ্চ করতে চলেছে Tecno Phantom V Fold 2 এবং Phantom V Flip 2। আর Tecno Phantom V Fold 2 ডিভাইসে 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টস সহ 5610 এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি থাকতে পারে। আবার পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হতে পারে ডাইমেনসিটি 9000 চিপ। এছাড়া, Phantom V Flip 2 ডিভাইসে পারফরম্যান্সের জন্য থাকতে পারে ডাইমেনসিটি 8050 প্রসেসর।

Vivo T3 Ultra

টেক ব্র্যান্ড Vivo সেপ্টেম্বরে তাদের T3 লাইনআপে আরেকটি নতুন স্মার্টফোন অন্তর্ভুক্ত করতে পারে। যাতে থাকতে পারে ডাইমেনসিটি 9200 প্লাস চিপ। আর এটি সম্প্রতি লঞ্চ হওয়া Vivo V3-এর থেকেও বেশি শক্তিশালী হতে পারে। এছাড়াও, এতে থাকতে পারে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আইপি 68 রেটিংও এবং ওআইএস সাপোর্টেড ক্যামেরা সেটআপ। এছাড়া স্টোরেজ হিসেবে এতে 12 জিবি পর্যন্ত র‍্যামও দেওয়া হতে পারে। আশা করা হচ্ছে, এই ডিভাইসটিকে মিড রেঞ্জ সেগমেন্ট-এর অংশ হিসেবে লঞ্চ হবে।

Realme P2 Pro

এই মাসেই লঞ্চ হতে পারে Realme P2 Pro ডিভাইসটি। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ওয়েবসাইটে এই ফোনকে দেখা গেছে। আর আশা করা হচ্ছে এর দাম হতে পারে 20,000 টাকার মধ্যে। তবে, সংস্থার তরফ থেকে এই ডিভাইসের স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

Redmi Note 14 সিরিজ

Redmi-এর নতুন Note লাইনআপের অধীনে সেপ্টেম্বরে চীনে লঞ্চ হতে পারে Redmi Note 14 সিরিজ। এই সিরিজে Redmi Note 14 ছাড়াও থাকতে পারে Redmi Note 14 Pro, Redmi Note 14 Pro Plus মডেল। আর ফিচার হিসেবে থাকতে পারে 1.5কে কার্ভড এলইডি ডিসপ্লে এবং 90 ওয়াট চার্জিং সাপোর্ট।

Xiaomi 14T সিরিজ

Xiaomi-এর T লাইনআপে অন্তর্ভুক্ত হতে চলেছে 14T এবং 14T Pro ডিভাইস দুটি, যেগুলি চলতি মাসেই লঞ্চ হবে। এরমধ্যে Xiaomi 14T ডিভাইসে থাকবে 6.67 ইঞ্চি 1.5কে ডিসপ্লে, ডাইমেনসিটি 8300 আল্ট্রা প্রসেসর এবং Leica ট্রিপল ক্যামেরা সেটআপ। আর 14T Pro ডিভাইসে থাকবে ডায়মনসিটি 9300 প্লাস প্রসেসর, 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং আইপি 68 রেটিং।

Tags:    

Similar News