আদৌ কোনও দিন লঞ্চ হবে iPhone 30? স্মার্টফোন নিয়ে বড় ভবিষ্যদ্বাণী টিম কুকের
প্রায় ১৮ বছর ধরে আইফোন বিক্রি করছে অ্যাপল। কিন্তু কোনওদিন ভেবেছেন আদৌ কোনও দিন লঞ্চ হবে আইফোন ২৫, আইফোন ৩০ বা আইফোন ৪০? ভবিষ্যদ্বাণী করলেন টিম কুক।;
প্রথম iPhone লঞ্চ হয় ২০০৭ সালে। তারপর কেটে গিয়েছে ১৭ বছর। বর্তমানে চলছে iPhone 16 সিরিজ। কিন্তু, কখনও ভেবেছেন আদৌ কোনও দিন বাজারে আসবে iPhone 25, iPhone 30 বা iPhone 40? স্মার্টফোনের ভবিষ্যৎই বা কী হতে চলেছে? এআই আসার পর এই প্রশ্নগুলি যেন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানুষের কাছে। কারণ বর্তমানে এআই চালিত ছোট্ট ডিভাইস (ব্যাজের মতো দেখতে) চলে এসেছে, যা দিয়ে স্মার্টফোনের সব কাজ করা যায়।
স্মার্টফোনের ভবিষ্যৎ কী হতে চলেছে বা আদৌ কোনও দিন আইফোন ৩০ আসবে কিনা, তা নিয়ে সম্প্রতি ভবিষ্যদ্বাণী করলেন কোম্পানির সিইও টিম কুক। Wired নামক এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজস্ব মতামত জানিয়েছেন তিনি।
আইফোন ৩০ কী আসবে?
উক্ত সাক্ষাৎকারে উপস্থাপক টিম কুক-কে প্রশ্ন করেন, যে কিছু ডিভাইস কি স্মার্টফোনকে প্রতিস্থাপন করতে পারে? এর উত্তরে তিনি বলেন, আমরা দেখেছি স্মার্টফোন অনেকদিন টিকতে পারে। আগামীদিনে আরও উদ্ভাবন আসবে। আপনি যদি প্রথম আইফোন দেখেন এবং তার সঙ্গে আইফোন ১৬ এর তুলনা করেন, তাহলে অনেক পার্থক্য দেখতে পাবেন।
টিম কুকের ইঙ্গিত, আইফোন ৩০ হয়ত বাজারে আসতে পারে, কিন্তু একাধিক বদল দেখা যাবে তাতে। সময়ে সঙ্গে স্মার্টফোনে বিরাট প্রভাব ফেলতে পারে এআই। তবে এর মানে এই নয় যে স্মার্টফোন মুছে যাবে দুনিয়া থেকে। কিন্তু সেই ফোনে যে আমূল বদল আসতে চলেছে তা স্বীকার করেছেন তিনি।
এটার উদাহরণ আইফোন ৬ এবং আইফোন ১৬ এর ফিচারের পার্থক্য দেখলেই বুঝতে পারবেন। এক দশক আগে লঞ্চ হওয়া আইফোন ৬-এ পাওয়া যেত মাত্র ১ জিবি র্যাম, যেখানে বর্তমান আইফোন ১৬-তে পাওয়া যায় ৮ জিবি র্যাম। আইফোন ৬-এ ইন্টার্নাল স্টোরেজ ছিল মাত্র ১৬ জিবি, যেখানে বর্তমান আইফোন ১৬-এর নূন্যতম ইন্টার্নাল স্টোরেজ ১২৮ জিবি।