Vivo, Apple-দের টেক্কা দিয়ে বছরের সেরা ডিসপ্লের সঙ্গে বাজারে আসছে iQOO 13

By :  techgup
Update: 2024-09-06 08:45 GMT

iQOO 13 চীনে আগামী বছর নভেম্বর মাসে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। অর্থাৎ এটি Snapdragon 8 Gen 4 প্রসেসর চালিত অন্যতম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে। আর এই চিপসেটের প্রথম ফোন হিসাবে আসবে Xiaomi 15 ও 15। তবে Xiaomi 15 সিরিজ ক্যামেরা ফোকাসড হলেও iQOO 13 পারফরম্যান্স ড্রাইভেন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে। এছাড়াও, এই হ্যান্ডসেটে থাকবে এমন এক চমক, যা প্রথমবার শোনা গিয়েছে।

চীনা কোম্পানি BOE সম্প্রতি গ্লোবাল ইনোভেশন পার্টনার কনফারেন্স 2024 ইভেন্টে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিসপ্লে উন্মোচন করেছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Snapdragon 8 Gen 4 চালিত সিংহভাগ স্মার্টফোনের ফার্স্ট ব্যাচে BOE নির্মিত ডিসপ্লে থাকবে।

রিপোর্ট বলছে, Xiaomi 15 ও 15 Pro-র ডিসপ্লে যথাক্রমে 1.5K ও 2K রেজোলিউশন সাপোর্ট করবে। দুই ফোনেই মাইক্রো-কার্ভড ডিসপ্লে থাকবে। অন্যদিকে, iQOO 13 মডেলে BOE থেকে নেওয়া কাস্টম মেড ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে, যা 2K রেজোলিউশন অফার করবে এবং অত্যাধুনিক লাইট এমিটিং মেটারিয়াল দিয়ে বানানো হচ্ছে।

আরও পড়ুন : Xiaomi ব্যবহারকারীদের জন্য ভাল খবর, সেপ্টেম্বর শুরু হতেই নতুন আপডেট ছাড়ল কোম্পানি

পরীক্ষাকারী ও গবেষকদের দাবি, সেটি নেক্সট জেনারেশন টেকনোলজির প্রতিনিধিত্ব করে এবং কোম্পানির ডিসপ্লে অফ দ্য ইয়ার খেতাব পাওয়ার যোগ্য। সুতরাং বোঝা যাচ্ছে, পারফরম্যান্স ছাড়াও ডিসপ্লে iQOO 13 ফ্ল্যাগশিপের অন্যতম হাইলাইট হতে চলেছে।

আরও পড়ুন : সনি ক্যামেরা সহ Motorola Edge 50 Neo ভারতে লঞ্চ হচ্ছে, পারফরম্যান্স নিয়েও কথা হবে‌ না

Tags:    

Similar News