iQOO 13 নতুন সিগনেচার কালারের সাথে পরের মাসেই ভারতে লঞ্চ হচ্ছে, তারিখ ঘোষণা করল সংস্থা
iQOO 13 Launch Date - আগামী ৩ ডিসেম্বর ভারতে লঞ্চ হচ্ছে আইকো ১৩। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ডিভাইসটি কেনা যাবে। আশা করা যায় ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টর স্পেসিফিকেশন চীনা ভ্যারিয়েন্টের মত হবে।
সম্প্রতি চীনা বাজারে পা রাখার পর, আগামী ৩ ডিসেম্বর ভারতে লঞ্চ হচ্ছে iQOO 13। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ডিভাইসটি কেনা যাবে। আশা করা যায় ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টর স্পেসিফিকেশন চীনা ভ্যারিয়েন্টের মত হবে। তবে আজ একটি রিপোর্ট প্রকাশ করেছে যে iQOO 13 ফোনটি ভারতের বাজারে একটি বিশেষ কালার ভ্যারিয়েন্টে আসবে। কোম্পানি ইতিমধ্যেই ডিভাইসটির বেশ কয়েকটি মূল স্পেসিফিকেশন নিশ্চিত করেছে, যা ফ্ল্যাগশিপ ইউজার এবং গেমারদের জন্য উপযুক্ত হবে।
iQOO 13 ফোনের নতুন কালার অপশন
টাইমস অফ ইন্ডিয়া টেকের রিপোর্ট থেকে জানা গেছে যে, আইকো ১৩ নারদো গ্রে কালারে লঞ্চ হবে, যা দক্ষিণ-পূর্ব ইতালির একটি বিখ্যাত ট্র্যাক নারদো রিং দ্বারা অনুপ্রাণিত, যা স্পিড রেকর্ড ভাঙার আশায় অটোমেকাররা স্পিড টেস্টিংয়ের জন্য ব্যবহার করে। এটি মার্সিডিজ এএমজি, ল্যাম্বারগিনি, অডি এবং পোর্শে-এর মতো ব্র্যান্ডের উচ্চ-ক্ষমতাসম্পন্ন গাড়িগুলির একটি সিগনেচার কালার।
আইকো ১৩ ফোনের ডিজাইন: হ্যালো লাইটিং এফেক্ট
একটি বিশেষ কালার ছাড়াও, আইকো ১৩ ফোনটির লেজেন্ড সংস্করণ ক্লাসিক ট্রাই-কালার স্ট্রাইপের সাথে আসবে। এছাড়াও প্রথমবারের মতো, আইকো ১৩ ফোনের রিয়ার কভারে একটি সাসপেন্ডেড হ্যালো লাইটিং এফেক্ট থাকবে। এটি গ্রেডিয়েন্ট এফেক্ট তৈরি করবে। গেমপ্লে বা মিউজিক প্লেব্যাকের সময় এটি শ্বাস নেওয়ায় মতো করে ছন্দময়ভাবে চালু এবং বন্ধ হবে। এছাড়াও, আলোগুলি কল, মেসেজ, চার্জিং স্ট্যাটাসের মতো একাধিক ফিচারের জন্য রিয়েল-টাইম অ্যালার্ট প্রদান করবে এবং এটিকে উজ্জ্বল ডিজিটাল গ্রিল এবং পারফরম্যান্স রেসিং কারের হেডলাইট কনট্যুর দ্বারা অনুপ্রাণিত একটি অত্যাধুনিক লুক প্রদান করবে। আইকো ১৩ ফোনের ফ্রেম এবং ব্যাটারি কভারের মধ্যেও সামান্য পরিবর্তন দেখা যাবে। এটি কিছুটা মসৃণ এবং আরও ইন্টিগ্রেটেড অনুভূতি প্রদান করবে।
আইকো ১৩ ফোনের প্রধান স্পেসিফিকেশন
চীনে আইকিউ ১৩ ফোনটি কোয়ালকমের লেটেস্ট অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট সহ লঞ্চ হয়েছে। ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ২কে এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) ডিসপ্লে প্যানেল এবং সুপারকম্পিউটিং চিপ, কিউ২। এটি অফিসিয়াল আইকো ই-স্টোর এবং অ্যামাজন (Amazon) থেকে কেনা যাবে।
উল্লেখ্য, চীনে আইকো ১৩ হ্যান্ডসেটে ডেডিকেটেড কিউ২ গেমিং চিপসেট, সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ রয়েছে। এটি ৬.৮২ ইঞ্চির ২কে ১৪৪ হার্টজের ওলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (টেলিফটো এবং আল্ট্রাওয়াইড লেন্স সহ) এবং একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,১৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে আইপি৬৮/আইপি৬৯ রেটিং এবং ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস অপারেটিং সিস্টেমে চলে। যদিও ভারতে ফানটাচওএস ১৫ থাকবে।