iQOO 13 Launched: আইকো ১৩ তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ লঞ্চ হল, দাম কত

iQOO 13 Launched - আইকো ১৩ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,১০০ টাকা)। আবার এর ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৭০০ টাকা), ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৩,০০০ টাকা), ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৫,৪০০ টাকা) ও ৫,১৯৯ ইউয়ান (প্রায় ৬১,৩০০ টাকা)।

Update: 2024-10-30 14:37 GMT

আইকো অবশেষে আজ তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইকো ১৩ (iQOO 13) লঞ্চ করল। এটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ আসা সংস্থার প্রথম ফোন। পাশাপাশি এতে আইকোর দ্বিতীয় প্রজন্মের সুপারকম্পিউটিং চিপ কিউ২ ব্যবহার করা হয়েছে। আপাতত চীনে লঞ্চ হওয়া আইকো ১৩ এর দাম শুরু হয়েছে প্রায় ৪৭,০০০ টাকা থেকে। এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে তিনটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম ও ৮টি এলটিপিও ফ্লাট ডিসপ্লে। আসুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

আইকো ১৩ দাম ও উপলব্ধতা - iQOO 13 Price & Availability

আইকো ১৩ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,১০০ টাকা)। আবার এর ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৭০০ টাকা), ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৩,০০০ টাকা), ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৫,৪০০ টাকা) ও ৫,১৯৯ ইউয়ান (প্রায় ৬১,৩০০ টাকা)।

আইকো ১৩ চারটি কালারে এসেছে: লেজেন্ড, ট্র্যাক, নারডো গ্রে ও আইল অফ ম্যান। আজ থেকেই স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। ভারত সহ বিশ্ব বাজারে এটি নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে লঞ্চ হতে পারে।

আইকো ১৩ স্পেসিফিকেশন ও ফিচার

ক্যামেরা

আইকো ১৩ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। তিনটি ক্যামেরাই ৫০ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। এই ক্যামেরা সেন্সরগুলি হল -

১/১.৫৬-ইঞ্চি আইএমএক্স৯২১ প্রাইমারি সেন্সর এফ / ১.৮৮ অ্যাপারচার এবং ওআইএস সহ

এফ / ১.৮৫ অ্যাপারচার সহ ১/২.৯৩-ইঞ্চি আইএমএক্স৮১৬ পোর্ট্রেট টেলিফোটো লেন্স

১/২.৭৬-ইঞ্চি সেন্সর সহ ১১৯.৪° আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরায় প্রোফেশনাল পোর্ট্রেট লাইট এফেক্ট, মাল্টি-ফোকাল লেন্থ পোর্ট্রেট, ওয়ার্ক-লেভেল নাইট মোড, থ্রিডি ইমেজিং প্রভৃতি ফিচার সাপোর্ট করবে।

ব্যাটারি ও চার্জিং

আইকো ১৩ স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬১৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, পূর্বসূরিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ছিল।

প্রসেসর ও পারফরম্যান্স

আইকো ১৩ ডিভাইসে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, এলপিডিডিআর৫এক্স আল্ট্রা র‌্যাম, ইউএফএস ৪.১ স্টোরেজ। এছাড়া এতে কিউ২ চিপ ব্যবহার করা হয়েছে, যা গেমিংয়ের সময় ১৪৪ এফপিএস পর্যন্ত অফার করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ কাস্টম ওএসে চলবে।

ডিসপ্লে

আইকো ১৩ ফোনে আছে ৬.৮২ ইঞ্চি ৮টি এলটিপিও ফ্লাট ডিসপ্লে, যা ৩১৬৮ x ১৪৪০ পিক্সেল রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৪,৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। চোখের সুরক্ষার জন্য এতে ভিভোর কাস্টম আই প্রোটেকশন সলিউশন ব্যবহার করা হয়েছে।

Tags:    

Similar News