ছক ভেঙে iQOO 13 আসছে 6100mAh ডুয়েল সেল ব্যাটারির সাথে, মুহূর্তে হবে ফুল চার্জ
আসন্ন অক্টোবর ও নভেম্বর মাসে একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হবে। তার মধ্যে একটি ডিভাইস হল iQOO 13। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আমরা সেগুলি আপনাদের জানিয়েছি। এখন আবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই প্রিমিয়াম স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস করেছেন। পাশাপাশি তিনি বলেছেন iQOO 13 ডুয়েল সেল ব্যাটারি প্রযুক্তির সাথে আসবে। আসুন ডিভাইসটি সম্পর্কে আপাতত কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।
iQOO 13 ফোনে থাকবে ৬১০০ এমএএইচ ব্যাটারি
ফ্ল্যাগশিপ ফোনে এতদিন কম ক্যাপাসিটির ব্যাটারি থাকতো, তবে গত কয়েকবছরে এই রীতি বলছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি মেনে নিলে IQOO 13-ও নতুন ট্রেন্ডে গা ভাসাতে চলেছে।
টিপস্টার একটি ওয়েইবো পোস্টে দাবি করেছেন আসন্ন আইকিউ ১৩ স্মার্টফোনে ৬,১০০ এমএএইচ ব্যাটারি (ডুয়েল সেল প্রযুক্তি) থাকবে এবং এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর আগে তিনি বলেছিলেন, ডিভাইসটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।
আরও পড়ুন: সরকারের রেড অ্যালার্ট, বিপদে লক্ষ লক্ষ iPhone, iPad সহ Apple এর বিভিন্ন প্রোডাক্ট
এছাড়া জানা গেছে আইকিউ ১৩ স্মার্টফোনে ২কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর। আর ফোনটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে।
ক্যামেরার কথা বললে, iQOO 13 মডেলে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এরমধ্যে প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন থাকবে ৫০ মেগাপিক্সেল। এতে ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। আবার এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এই টেলিফটো লেন্স ৩এক্স অপটিক্যাল জুম অফার করতে পারে। সেলফির জন্য এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
আরও পড়ুন: Xiaomi Diwali Sale দিচ্ছে ফাটাফাটি অফার, 10 হাজার টাকা ছাড়ে কিনুন Xiaomi 14 স্মার্টফোন
iQOO 13 এর লঞ্চের সময় ও দাম
রিপোর্ট অনুযায়ী iQOO 13 প্রথমে চীনে লঞ্চ হবে। এরপর চলতি বছরের ডিসেম্বরের ভারতে পা রাখবে। ফোনটির দাম রাখা হতে পারে ৫৫ হাজার টাকার আশেপাশে।