iQOO 13 vs iQOO 12: আইকো ১৩ নাকি আইকো ১২, দাম ও ফিচারের নিরিখে কোন স্মার্টফোন এগিয়ে
iQOO 13 vs iQOO 12 Price Comparison - আইকো ১৩ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,১০০ টাকা)। আইকো ১২ স্মার্টফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এরমধ্যে ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫২,৯৯৯ টাকা।
আইকো ১৩ কয়েকদিন আগে চীনে লঞ্চ হয়েছে। চলতি মাসে এটি ভারতেও আসতে পারে। ইতিমধ্যেই অ্যামাজনে এর জন্য মাইক্রোসাইট লাইভ হয়েছে। এই ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। সাথে দেওয়া হয়েছে তিনটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম ও ৮টি এলটিপিও ফ্লাট ডিসপ্লে। আইকো ১৩ ডিভাইসটি আইকো ১২ এর উত্তরসূরি হিসেবে এসেছে। কিন্তু পূর্বসূরির থেকে কতটা আপগ্রেড ফিচার সহ এল আইকো ১৩? আসুন এদের দাম ও স্পেসিফিকেশনের পার্থক্য দেখে নেওয়া যাক।
iQOO 13 vs iQOO 12: দাম
আইকো ১৩ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,১০০ টাকা)। আবার এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৭০০ টাকা), ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৩,০০০ টাকা), ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৫,৪০০ টাকা) ও ৫,১৯৯ ইউয়ান (প্রায় ৬১,৩০০ টাকা)।
আইকো ১২ স্মার্টফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এরমধ্যে ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫২,৯৯৯ টাকা। আর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা।
iQOO 13 vs iQOO 12: ডিসপ্লে
আইকো ১৩ ফোনে আছে ৬.৮২ ইঞ্চি ৮টি এলটিপিও ফ্লাট ডিসপ্লে, যা ৩১৬৮ x ১৪৪০ পিক্সেল রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৪,৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। চোখের সুরক্ষার জন্য এতে ভিভোর কাস্টম আই প্রোটেকশন সলিউশন ব্যবহার করা হয়েছে।
আইকো ১২ স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে (২৮০০x১২৬০ পিক্সেল) ১০-বিট এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ৪৫২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ২১৬০ হার্টজ PWM ডিমিং এবং ৩০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
আইকো ১৩ বনাম আইকো ১২: প্রসেসর ও সফটওয়্যার
আইকো ১৩ ডিভাইসে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, এলপিডিডিআর৫এক্স আল্ট্রা র্যাম, ইউএফএস ৪.১ স্টোরেজ। এছাড়া এতে কিউ২ চিপ ব্যবহার করা হয়েছে, যা গেমিংয়ের সময় ১৪৪ এফপিএস পর্যন্ত অফার করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ কাস্টম ওএসে চলবে।
আইকো ১৩ হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১৬ জিবি LPDDR5x র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিন উপস্থিত।
আইকো ১৩ বনাম আইকো ১২: রিয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা
আইকো ১৩ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। তিনটি ক্যামেরাই ৫০ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। এই ক্যামেরা সেন্সরগুলি হল - ১/১.৫৬-ইঞ্চি আইএমএক্স৯২১ প্রাইমারি সেন্সর এফ / ১.৮৮ অ্যাপারচার এবং ওআইএস, এফ / ১.৮৫ অ্যাপারচার সহ ১/২.৯৩-ইঞ্চি আইএমএক্স৮১৬ পোর্ট্রেট টেলিফোটো লেন্স, ১/২.৭৬-ইঞ্চি সেন্সর সহ ১১৯.৪° আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
আইকো ১২ স্মার্টফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ওআইএস এনাবল ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি৫০এইচ প্রাইমারি সেন্সর, অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং ওআইএস ও ৩এক্স জুম সমর্থিত ৬৪ মেগাপিক্সেল ওভি৬৪বি পেরিস্কোপ সেন্সর। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেল স্যামসাং এস৫কে৩পি৯ সেলফি স্ন্যাপার রয়েছে।
আইকো ১৩ বনাম আইকো ১২: ব্যাটারি ও চার্জিং সাপোর্ট
আইকো ১৩ স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬১৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আইকো ১২ স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থন করে।