সুপার ফাস্ট চার্জিং সহ iQOO Neo 10 সিরিজে থাকবে পাওয়ারফুল ব্যাটারি, সারাদিনে শেষ করতে পারবেন?
শীঘ্রই বাজারে আসতে চলেছে iQOO Neo 10 সিরিজ। লঞ্চের আগে এখন এই লাইনআপের স্ট্যান্ডার্ড এবং প্রো উভয় মডেলেরই ব্যাটারি ক্ষমতা এবং ডিজাইন ফাঁস হয়েছে।
বেশ কয়েকটি রিপোর্টে ইতিমধ্যেই দাবি করা হয়েছে যে আইকো চলতি মাসের অর্থাৎ নভেম্বরের শেষের দিকে চীনে iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro স্মার্টফোনগুলি উন্মোচন করতে পারে। এখনও পর্যন্ত এই দুই আসন্ন ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে অনেক তথ্যই অনলাইনে ফাঁস হয়েছে। তবে এগুলির ব্যাটারির সাইজ এবং ডিজাইন সম্পর্কে এতদিন কোনও তথ্য উপলব্ধ ছিল না। কিন্তু এখন এক সুপরিচিত টিপস্টার আইকো নিও ১০ সিরিজের ব্যাটারির ক্ষমতার পাশাপাশি ডিজাইনের আভাস দিয়েছেন।
আইকো নিও ১০ এবং আইকো নিও ১০ প্রো ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সামনে এসেছে
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, আইকো নিও ১০ এবং আইকো নিও ১০ প্রো ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,১০০ এমএএইচ সিলিকন ব্যাটারির সাথে আসবে। তিনি দাবি করেছেন যে, আইকো নিও ১০ সিরিজের হ্যান্ডসেটগুলি তার পূর্বসূরি মডেলের মতো একই ওজন বজায় রাখবে। জানিয়ে রাখি, গত বছরের আইকো নিও ৯ ফোনের ওজন ছিল ১৯০ গ্রাম, যেখানে এর প্রো সংস্করণের ওজন ১৯৮ গ্রাম।
তিনি আরও জানিয়েছেন যে অধিকাংশ স্পেসিফিকেশন একইরকম থাকলেও, আইকো নিও ১০ এবং আইকো নিও ১০ প্রো-এর মধ্যে প্রধান পার্থক্য দেখা যাবে প্রসেসরে। ডিসিএস-এর আগের একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্ট থেকে জানা গেছে যে আইকো নিও ১০ মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটটি থাকবে, যেখানে আইকো নিও ১০ প্রো মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেটে চলবে।
এর আগে একই টিপস্টার জানান যে, আইকো নিও ১০ এবং নিও ১০ প্রো মডেল দুটির রিয়ার ক্যামেরা কনফিগারেশন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে পার্থক্য থাকবে। আইকো নিও ১০ ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সিস্টেম এবং অপটিক্যাল-টাইপ ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, আইকো নিও ১০ প্রো ফোনটি ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেলের সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা ইউনিট এবং একটি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসতে পারে।
আইকো নিও ১০ সিরিজের ফোনগুলিতে ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং আই প্রোটেকশন ডিমিং সহ ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ওএলইডি স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে। দুটি ফোনই একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা সহ আসতে পারে এবং এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ (OriginOS 5) কাস্টম স্কিনে চলতে পারে। সিরিজটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করতে পারে।
এছাড়াও, ডিজিটাল চ্যাট স্টেশন একটি আসন্ন ফোনের কিছু রেন্ডার শেয়ার করেছেন, যেটিতে আইফোন ১৬-এর মতো রিয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। যদিও তিনি ডিভাইসটির নাম প্রকাশ করেননি, তবে রেন্ডারটি ডুয়েল ক্যামেরা সিস্টেম সহ আইকো নিও ১০ সিরিজের ফোনকে দেখিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু ছবিতে যেটা ভুল বলে মনে হচ্ছে, সেটা হল ডান পাশের পরিবর্তে বাম প্রান্তে ভলিউম রকার বসানো রয়েছে। তাই, আইকো নিও ১০ সিরিজের ডিজাইন সম্পর্কে নিশ্চিতভাবে জানতে আরও রিপোর্টের জন্য অপেক্ষা করাই শ্রেয়।