হাতে রাখলে সবাই তাকাবে, ব্ল্যাক এডিশনে আসছে iQOO Neo 9 Pro স্মার্টফোন
আইকো আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে iQOO Neo 9 Pro লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। প্রাথমিক টিজারগুলি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে স্মার্টফোনটি আকর্ষণীয় লাল-সাদা ডুয়াল-টোন প্যানলের সাথে বাজারে আসবে। আর এখন, ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে ফোনটির ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট প্রদর্শন করে একটি নতুন পোস্টার প্রকাশ করেছে।
iQOO Neo 9 Pro-এর ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট
আইকোর নতুন পোস্টারটি কনফার্ম করেছে যে, আসন্ন আইকো নিও ৯ প্রো কালো রঙেও পাওয়া যাবে, যার পোশাকি নাম Conqueror Black। ফোনটির কালো রঙের প্লাস্টিকের ব্যাক প্যানেলে টেক্সচার্ড ম্যাট ফিনিশ দেখা যাবে, যেখানে রেড-হোয়াইট ডুয়েল টোন মডেলে লেদার ফিনিশ রয়েছে। আইকো নিও ৯ প্রো আর কোনও কালার অপশনে পাওয়া যাবে কিনা, তা এখনও জানা যায়নি।
iQOO Neo 9 Pro-এর স্পেসিফিকেশন এবং দাম (প্রত্যাশিত)
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আইকো নিও ৯ প্রো-এ ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনে নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও এম্বেড করা থাকবে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ ব্যবহার করা হবে। প্রসেসরটি ওয়ানপ্লাস ১২আর-এও থাকবে, যা আগামী ২৩ জানুয়ারি ভারতে আসছে।
আইকো ফোনটি সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ লঞ্চ হতে পারে। ফটোগ্রাফির জন্য, iQOO Neo 9 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটি বড় ৫,১৬০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে রান করবে। দাম সম্পর্কে বললে, পূর্বসূরি iQOO Neo 7 Pro ভারতে ৩৭,৯৯৯ টাকা মূল্যের সাথে লঞ্চ হয়েছিল। তাই আসন্ন iQOO Neo 9 Pro-এর প্রারম্ভিক মূল্য ৪০,০০০ টাকার কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে।