ফোন ঠান্ডা রাখতে বিশেষ পদক্ষেপ, বিশাল জায়গা জুড়ে কুলিং সিস্টেম রাখছে iQOO

Update: 2024-02-14 13:02 GMT

বহু প্রতীক্ষিত পারফরম্যান্স-কেন্দ্রিক iQOO Neo 9 Pro 5G স্মার্টফোনটি আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও তার আগেই ডিভাইসটির একাধিক স্পেসিফিকেশন নিশ্চিত করেছে সংস্থা, তবে এখনও কিছু তথ্য জানা বাকি রয়েছে। সম্প্রতি, আইকোর ভারতীয় শাখার সিইও (CEO) নিপুন মারিয়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যা নিশ্চিত করেছে যে iQOO Neo 9 Pro এখনও পর্যন্ত কোম্পানির Neo-ব্র্যান্ডেড ফোনে দেখা সবচেয়ে বড় হিট ডিসিপেশন সিস্টেমে সহ আসতে চলেছে।

iQOO Neo 9 Pro-এর হিট ডিসিপেশন সিস্টেমের খুঁটিনাটি

আইকো ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার নিপুন মারিয়া তার এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে নিশ্চিত করেছেন যে, আইকো নিও ৯ প্রো-তে থাকা ভেপার চেম্বার কুলিং ইউনিটের সারফেসের ক্ষেত্রফল হবে ৬,০৪৩ বর্গ মিলিমিটার। এটি গত বছরের আইকো নিও ৭ প্রো-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত তাপ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেয়। কেননা পূর্বসূরিটি ৪,০১৩ বর্গ মিলিমিটার ভেপার চেম্বার ইউনিট সহ বাজারে এসেছিল। প্রসঙ্গত, এবছর নিও ৯ প্রো-এর হিট ডিসিপেশন সিস্টেমটি আগেরটিকে ১৬৭ শতাংশ ছাড়িয়ে যাবে, যা গত প্রজন্মের আইকো নিও ৬ প্রো-তে পাওয়া মডেলের চেয়ে বড় ছিল।

https://twitter.com/nipunmarya/status/1757630602067554579?t=mCx-YYdUTJQbgy4SHrQO3A&s=19

অনুমান করা হচ্ছে যে, আইকো নিও ৯ প্রো-এর দাম ভারতে ৩৭,৯৯৯ টাকা হবে। এই দাম বেস মডেলটির হতে পারে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। উচ্চতর ভ্যারিয়েন্টে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত এই ফোন এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ (FunTouch OS 14) কাস্টম স্কিনে চলবে বলে জানা গেছে।

এছাড়া, iQOO Neo 9 Pro-এ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা মিলতে পারে। এছাড়া, iQOO Neo 9 Pro-এ আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, Q1 সুপারকম্পিউটিং চিপ এবং একটি আইআর (IR) ব্লাস্টার থাকতে পারে।

Tags:    

Similar News