Samsung থেকে Nokia, এই সপ্তাহে লঞ্চ হওয়া লেটেস্ট স্মার্টফোনগুলি দেখে নিন, দাম শুরু ৭,৯৯৯ টাকা থেকে

By :  ANKITA
Update: 2024-09-21 11:45 GMT

আপনি কি এই মুহূর্তে নতুন স্মার্টফোন খোঁজ করছেন? চাইছেন লেটেস্ট ডিভাইসের মধ্যে সেরা ফোনটি বেছে নিতে? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে এখানে আমরা সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোনগুলির বিষয়ে জানাবো। চলতি সপ্তাহে ভারতে বেশ কয়েকটি মোবাইল ফোন লঞ্চ ‌হয়েছে, যার মধ্যে আছে Samsung Galaxy F05, Honor 200 Lite, HMD Skyline, Lava Blaze 3। আসুন এদের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

নতুন লঞ্চ হওয়া ভালো স্মার্টফোনের লিস্ট ২০২৪

Samsung Galaxy F05

দাম - ৭,৯৯৯ টাকা।

লেদার প্যাটার্ন ডিজাইন সহ আসা স্যামসাং গ্যালাক্সি এফ০৫ ফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এতে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।

Honor 200 Lite 5G

দাম - ১৭,৯৯৯।

অনার ২০০ লাইট ৫জি স্মার্টফোনে আছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। আবার এতে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটির সেল শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে।

HMD Skyline

দাম - ৩৫,৯৯৯ টাকা।

এইচএমডি স্কাইলাইন ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। আর এর সামনে অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে।

Lava Blaze 3 5G

দাম - ৯,৯৯৯ টাকা।

লাভা ব্লেজ ৩ ৫জি ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এতে ডুয়েল স্টেরিও স্পিকার ও ভাইব লাইট উপস্থিত।

Tags:    

Similar News