কম আলোতেও দুর্দান্ত ছবি উঠবে, Lava Blaze 3 আসছে ভাইব লাইট ক্যামেরা ফিচারের সাথে

By :  ANKITA
Update: 2024-09-11 17:53 GMT

Lava ভারতে তাদের নতুন স্মার্টফোন Lava Blaze 3 5G লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এই ফোনের বিভিন্ন ফিচার সামনে এসেছে। জানা গেছে এই ডিভাইসে থাকবে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আজ আবার লাভার তরফে Blaze 3 5G এর একটি টিজার প্রকাশ করা হয়েছে। এই টিজার থেকে হ্যান্ডসেটটির ডিজাইন, কালার এবং ক্যামেরা ফিচার সামনে এসেছে।

Lava Blaze 3 আসছে ভাইব লাইট ফিচারের সাথে

লাভা আজ ব্লেজ 3 ফোনের টিজারে জানিয়েছে যে, আসন্ন এই ডিভাইসে ভাইব লাইট ফিচার থাকবে। এই ফিচারের কারণে হলুদ আলো নির্গত হবে। এই ফিচার কম আলোতে আরও ভালো ফটো ক্যাপচার করতে দেবে।

জানিয়ে রাখি, গতবছরে লঞ্চ হওয়া লাভা ব্লেজ 2 এর উত্তরসূরি হিসাবে আসবে ব্লেজ 3। দুটি ডিভাইসের ফিচারে বেশ কিছু মিল দেখা যাবে বলে আশা করা হচ্ছে। টিজার নিশ্চিত করেছে যে, এই ডিভাইসটি বেইজ এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

https://twitter.com/LavaMobile/status/1833777764077281423

Lava Blaze 3 এর ফিচার (সম্ভাব্য)

টিজার ভিডিও থেকে জানা গেছে Lava Blaze 3 এর ব্যাক প্যানেলে আয়তক্ষেত্রাকার মডিউলের মধ্যে 50 মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা থাকবে। ব্যাক প্যানেলে দেখা যাবে লাভা ব্র্যান্ডিংও।

আর ফোনটির সামনের অংশে পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ডিভাইসটি পলিকার্বনেট বডির সাথে আসবে। এর ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেখা গেছে।

Tags:    

Similar News