সেল শুরু Lava O3 Pro ফোনের, 7000 টাকার কমে 8 জিবি র্যাম ও 50 মেগাপিক্সেল ক্যামেরা
লাভা O3 প্রো একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। Lava O3 Pro ফোনের 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র 6999 টাকা। গ্লসি ব্ল্যাক, গ্লসি হোয়াইট এবং গ্লসি পার্পল, এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।
যদি আপনার বাজেট 7,000 টাকার কম হয় এবং আপনি দুর্দান্ত ফিচারের নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে এই খবর আপনার জন্য। আসলে এখানে আমরা সদ্য ভারতে লঞ্চ হওয়া Lava O3 Pro ফোনের কথা বলবো। দেশীয় সংস্থার দাবি, এটি এই সেগমেন্টের সবচেয়ে ফাস্ট ডিভাইস। আজ থেকে এর সেল শুরু হয়েছে। অ্যামাজন থেকে স্মার্টফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন।
Lava O3 Pro এর ভারতে দাম 7,000 টাকার কম
লাভা O3 প্রো একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। এর 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র 6999 টাকা। গ্লসি ব্ল্যাক, গ্লসি হোয়াইট এবং গ্লসি পার্পল, এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।
আপনি আরও সস্তায় লাভার নতুন স্মার্টফোনটি কিনতে পারবেন। এরজন্য ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 699 টাকা, অ্যাক্সিস ও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 524 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
Lava O3 Pro এর স্পেসিফিকেশন
লাভা O3 প্রো ডিভাইসে আছে 6.56 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট অফার করে।
এতে 4 জিবি ফিজিক্যাল র্যাম, 4 জিবি ভার্চুয়াল র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে
স্মার্টফোনটি ইউনিসোক T606 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত।
সফটওয়্যারের কথা বললে এটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে।
সস্তা হওয়া সত্ত্বেও এতে ভালো ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে রিয়ার প্যানেলে পাবেন 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।