Moto G35 হবে ভারতের সবচেয়ে দ্রুত 5G স্মার্টফোন, দাম থাকবে 10 হাজার টাকার কম

মোটো G35 স্মার্টফোনের দাম 10,000 টাকার কম রাখা হবে। এতে থাকবে প্রিমিয়াম ডিজাইন। টিজার পেজে দেখা গেছে যে Moto G35 ফোনে লেদার ব্যাক প্যানেল দেখা যাবে এবং ফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে।

Update: 2024-12-05 18:29 GMT

Highlights

• ভারতে Moto G35 স্মার্টফোনের দাম 10,000 টাকার কম রাখা হবে।

• এই ডিভাইসে 120Hz ডিসপ্লে ও লেদার ব্যাক প্যানেল দেখা যাবে।

• ফোনটি 50MP প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে।

খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Moto G35। সেইমতো এই ফোনের টিজার পেজ লাইভ করেছে ফ্লিপকার্ট। এই টিজার পেজে ফিচারের পাশাপাশি ফোনটির দামের রেঞ্জও প্রকাশ করা হয়েছে। টিজার পেজে জানানো হয়েছে যে, এই বাজেট ফোনটি ১০ ডিসেম্বর ভারতে লঞ্চ হবে এবং এটি নিজের সেগমেন্টে দ্রুততম 5G ফোন হবে। এছাড়াও ফ্লিপকার্ট লিস্টিং থেকে Moto G35 এর ডিজাইন সামনে এসেছে।

Moto G35 দাম রেঞ্জ

ফ্লিপকার্ট নিশ্চিত করেছে যে, মোটো G35 স্মার্টফোনের দাম 10,000 টাকার কম রাখা হবে। এতে থাকবে প্রিমিয়াম ডিজাইন। টিজার পেজে দেখা গেছে যে এই ডিভাইসে লেদার ব্যাক প্যানেল দেখা যাবে এবং ফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। জানা গেছে, ডিভাইসটি গ্রিন, ব্ল্যাক ও অরেঞ্জ কালারে পাওয়া যাবে।

Moto G35 এর প্রধান ফিচার

Moto G35 এর চারপাশে পাতলা বেজেল সহ বিশাল ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল। এই ফোনে 6.7 ইঞ্চি 120Hz Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার সর্বোচ্চ ব্রাইটনেস 1,000 নিট। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস 3 কোটিং, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট, 240Hz টাচ স্যাম্পলিং রেট অফার করবে।

ফটোগ্রাফির জন্য মোটো G35 স্মার্টফোনের পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং অন্যটি 8-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর। সামনে 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক T760 চিপসেট ব্যবহার করা হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের সঙ্গে দেওয়া রিটেল বক্সে চার্জারও পাওয়া যাবে। ডিভাইসটি IP52 রেটিং সহ আসবে এবং কোম্পানির দাবি ভেজা হাতেও এর ডিসপ্লে কাজ করবে। এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার পাওয়া যাবে।

Tags:    

Similar News