অপেক্ষার অবসান! Motorola Edge 50 Neo আগামী সপ্তাহে ভারতে এন্ট্রি নিচ্ছে, থাকবে টেলিফটো ক্যামেরা

By :  ANKITA
Update: 2024-09-09 06:42 GMT

আজ ভারতে লঞ্চ হচ্ছে Moto Razr 50 ফ্লিপ ফোন। তবে শীঘ্রই Motorola আরেকটি স্মার্টফোন এদেশে আনতে চলেছে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী 16 সেপ্টেম্বর দুপুর 12টায় Motorola Edge 50 Neo ভারতে পা রাখবে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট Flipkart এই ডিভাইসের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। আসুন এই স্মার্টফোন সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 Neo এর বিশেষ বিশেষ ফিচার

Motorola Edge 50 Neo আইপি68 রেটিং সহ আসবে, যা জল ও ধূলো প্রতিরোধ করবে। এর সামনে দেখা যাবে 6.4 ইঞ্চি পি-ওলেড 1.5কে (2670 x 1220 পিক্সেল) রেজোলিউশনের ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

আবার এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর। এতে 68 ওয়াট ফাস্ট চার্জিং ও 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4310 এমএএইচ ব্যাটারি থাকবে। আবার মোটোরোলা এজ 50 নিও 8 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ সহ আসবে।

আরও পড়ুন : রয়্যাল এনফিল্ডকে হারাতে সস্তায় শক্তিশালী বাইক আনছে Triumph, লঞ্চ 17 সেপ্টেম্বর

ফটোগ্রাফির জন্য এই মোটোরোলা ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরাগুলি হবে ওআইএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল সনি LYT-700C প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, যা মাইক্রো লেন্স হিসেবেও ব্যবহার হবে ও 3x জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এছাড়া জানা গেছে, মোটোরোলা এজ 50 নিও ফোনটি পাঁচ বছর সিকিউরিটি ও অ্যান্ড্রয়েড আপডেট পাবে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেম সহ আসবে। আবার এতে সাউন্ডের জন্য দেওয়া হবে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্পিকার। আর সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

আরও পড়ুন : Apple Event 2024: আজ লঞ্চ হচ্ছে iPhone 16 সিরিজ, ক্যামেরা, ব্যাটারি ও দাম সহ জানুন সবকিছু

Motorola Edge 50 Neo এর দাম

ভারতে মোটোরোলা এজ 50 নিও এর দাম ভারতে 29,999 টাকা থেকে শুরু হতে পারে। গতবছর মোটোরোলা এজ 40 নিও এই মূল্যে এসেছিল।

Tags:    

Similar News