বাজেটের মধ্যে আসছে Motorola Houston স্মার্টফোন, দেখা গেল IMEI ডেটাবেসে

By :  techgup
Update: 2024-09-02 07:51 GMT

Motorola আগামী বছর অর্থাৎ 2025 সালে একাধিক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এরমধ্যে একটি ফোনের কোডনেম হবে 'Houston'। আমেরিকার জনপ্রিয় শহরের নামের সাথে মিল থাকায় অনুমান করা হচ্ছে যে, এটি আমেরিকায় লঞ্চ হবে। সম্প্রতি একে IMEI ডেটাবেসে দেখা গেছে। আসুন এখান থেকে কি কি তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।

Motorola-র Houston স্মার্টফোন শীঘ্রই লঞ্চ হবে

মনে করা হচ্ছে মোটোরোলার Houston কোডনেমের ফোনটি বাজেট রেঞ্জে আসবে। এটি 2025 সালে লঞ্চ হতে‌ পারে। IMEI ডেটাবেসে এর চারটি মডেল খুঁজে পাওয়া গেছে -XT2517-V, XT2517-1, XT2517-2, and XT2517-3। যেহেতু মডেল নম্বরে 25 আছে তাই এটি পরের বছর লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন : Kawasaki Ninja: পুজোয় ঘুরুন স্পোর্টস বাইকে, দারুণ ছাড় দিচ্ছে কাওয়াসাকি

এছাড়া আগেই বলেছি যে Motorola Houston স্মার্টফোন আমেরিকায় আগে লঞ্চ হতে পারে। সংস্থাটি এখনও বেশকিছু ফোন কেবল আমেরিকার জন্য আনে। বিশ্বের অন্যান্য অঞ্চলে এর রিব্যান্ডের কোনো ডিভাইস আনা হয়। Houston এর ক্ষেত্রেও এমন কিছু দেখা যেতে পারে।

আরও পড়ুন : ওয়াশিং মেশিনে ধুলেও নষ্ট হবে না, Oppo F27 Pro+ এখন 25 হাজার টাকার রেঞ্জে সেরা ফোন

যদিও এর স্পেসিফিকেশন জানা সম্ভব হয়নি। হবে রিপোর্ট অনুযায়ী, সংস্থার চিন্তাভাবনার কথা মাথায় রেখে বলা যায়, Motorola Houston একটি বাজেট স্মার্টফোন হতে পারে। কারণ গত কয়েকবছরে Motorola এই রেঞ্জে অধিক ফোন বাজারে এনেছে।

Tags:    

Similar News