Motorola ThinkPhone 2025 অসাধারণ ডিজাইন ও 3x জুম টেলিফটো ক্যামেরা সহ এন্ট্রি নিচ্ছে
Motorola ThinkPhone 2025 শীঘ্রই বাজারে পা রাখবে। এটি গতবছরে আসা Motorola ThinkPhone এর উত্তরসূরি হিসেবে আসবে। আজ অ্যান্ড্রয়েড হেডলাইন এই ফোনের রেন্ডার সহ স্পেসিফিকেশন শেয়ার করেছে। জানা গেছে, এতে ফ্লাট স্ক্রিন, নতুন ক্যামেরা মডিউল দেখা যাবে।আর এই স্মার্টফোনে টেলিফটো ক্যামেরা লেন্স ও ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। আসুন Motorola ThinkPhone 2025 সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Motorola ThinkPhone 2025 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
অ্যান্ড্রয়েড হেডলাইন তাদের রিপোর্টে দাবি করেছে যে, মোটোরোলা থিঙ্কফোন ২০২৫ স্মার্টফোনে ৬.৩৬ এলটিপিও পিওএলইডি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ফুল এইচডি প্লাস (২৬৭০ x ১২০০ পিক্সেল) রেজোলিউশন অফার করবে। উল্লেখ্য মোটোরোলা থিঙ্কফোনে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছিল। অর্থাৎ আপগ্রেড মডেলে সামান্য ছোট ডিসপ্লে পাওয়া যাবে।
এদিকে মোটোরোলা থিঙ্কফোন ২০২৫ ডিভাইসে ৪৩১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এই ব্যাটারি ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর। আর ফটোগ্রাফির জন্য এতে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৩এক্স জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।
আরও পড়ুন : Android 15 আপডেট আসছে Realme-র এই ফোনগুলিতে, আপনারটা আছে কিনা দেখুন
আপাতত Motorola ThinkPhone 2025 সম্পর্কে এই তথ্যগুলি জানা গেছে। উল্লেখ্য, ThinkPhone নামটি লেনোভো-র ThinkPad থেকে অনুপ্রাণিত। এই সিরিজের ডিভাইসগুলিকে Motorola মূলত এন্টারপ্রাইজ মার্কেটে লঞ্চ করে। আশা করা হচ্ছে ThinkPhone 2025 আগামী বছরের শুরুতে লঞ্চ হবে। এটি মিড রেঞ্জে আসতে পারে।