দু হাজার টাকা কমে স্মার্টওয়াচ খুঁজছেন? Noise ColorFit Pulse 2 বাজারে এল

By :  techgup
Update: 2022-07-13 14:54 GMT

বুধবার ভারতে আত্মপ্রকাশ করল Noise ColorFit Pulse 2 স্মার্টওয়াচ। নতুন এই ঘড়িটি ১.৮ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৪০ x ২৮৬ পিক্সেল এবং এটি ৫৫০ নিট সর্বোচ্চ উজ্জলতা দেবে। সংস্থার মতে, একবার চার্জে স্মার্টওয়াচটি সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। তাছাড়া এতে রয়েছে ৫০টি স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Pulse 2 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise ColorFit Pulse 2 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজ কালারফিট পালস ২ স্মার্টওয়াচের প্রারম্ভিক দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। জেট ব্ল্যাক, অলিভ গ্রীন, মিস্ট গ্রে, রোজ পিঙ্ক এবং স্পেস ব্লু কালার ভেরিয়েন্ট থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজনে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

Noise ColorFit Pulse 2 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

আগেই বলা হয়েছে নয়েজ কালারফিট পালস ২ স্মার্টওয়াচ ১.৮ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এর রেজোলিউশন ২৪০ x ২৮৬ পিক্সেল এবং এটি সর্বোচ্চ ৫৫০ নিট উজ্জ্বলতা দেবে। তাছাড়া এতে রয়েছে ১০০টি কাস্টমাইজেবল ক্লাউড বেসড ওয়াচফেস এবং ৫০টি স্পোর্টস মোড, তার মধ্যে থাকছে যোগা, বাস্কেটবল, ক্রিকেট ইত্যাদি।

অন্যদিকে, হেলথ ট্র্যাকিং ফিচার হিসেবে ঘড়িটিতে থাকবে হার্ট রেট মনিটর, SpO2 ট্র্যাকার, ফিমেল সাইকেল ট্র্যাকার এবং স্ট্রেস ও স্লিপ মনিটর। এখানে জানিয়ে রাখি, এই হেলথ ট্র্যাকিং ফিচারগুলি নয়েজ হেলথ অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও ওয়্যারেবলটিতে স্ট্রেস মনিটর, স্টেপ ট্র্যাকার, স্লিপ মনিটর, ক্যালরি বার্ন ট্র্যাকার এবং ডিস্টেন্স ট্রাভেল ট্র্যাকার উপলব্ধ।

তদুপরি Noise ColorFit Pulse 2 স্মার্টওয়াচে এসএমএস রিপ্লাই এবং ফ্লাসলাইট বর্তমান। তাছাড়া এতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.১ ভার্সন। ঘড়িটির ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ২৪০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করার পাশাপাশি ৩৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে। সর্বোপরি, জল এবং ঘাম থেকে সুরক্ষা দিতে ঘড়িটি IP68 রেটিং সহ এসেছে।

Tags:    

Similar News