নজর সরাতে পারবেন না, OnePlus 12 মোবাইল ফোনের Glacial White কালার ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল
চলতি বছরের ২৩শে জানুয়ারি ভারতে আত্মপ্রকাশ করে OnePlus 12। এই 5G মোবাইল ফোন তখন ফ্লোয় এমারেল্ড (Flowy Emerald) এবং সিল্কি ব্ল্যাক (Silky Black) কালারের সাথে লঞ্চ হয়েছিল। কিন্তু খুব শীঘ্রই ভারতীয় ক্রেতারা এটি তিনটি আকর্ষণীয় কালারের সাথে কেনার সুবিধা পেয়ে যাবেন। আসলে OnePlus আজ তাদের এই বিদ্যমান ফোনের জন্য নতুন গ্লাসিয়াল হোয়াইট (Glacial White) কালার বিকল্পের ঘোষণা করেছে। নয়া কালার অপশন গ্লসি ফিনিশিং অফার করে। যেখানে কিনা বাকি দুটি কালার এসেছিল ম্যাট ফিনিশিং সহ। চলুন OnePlus 12 স্মার্টফোনের Glacial White কালার অপশনের দাম ও সেল অফার সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করা হল।
OnePlus 12 স্মার্টফোনের নতুন Glacial White কালার অপশনের দাম ও সেল অফার
ভারতে ওয়ানপ্লাস ১২ ৫জি ফোনের নয়া গ্লাসিয়াল হোয়াইট কালার ভ্যারিয়েন্ট ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যার দাম রাখা হয়েছে ৬৪,৯৯৯ টাকা। এটি আগামী ৬ই জুন থেকে - ওয়ানপ্লাস ই-স্টোর, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর, ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন সহ পার্টনার রিটেল আউটলেটের মাধ্যমে কেনা যাবে।
এবার আসা যাক সেল অফারের প্রসঙ্গে। এই হ্যান্ডসেটের নতুন কালার অপশনটি নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে ফ্লাট ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে৷ তবে যারা ২০ই জুনের আগে ডিভাইসটি কিনবেন তারা অতিরিক্তভাবে আরো ২,০০০ টাকার ডিসকাউন্ট কুপনের ফায়দা তুলতে পারবেন। ডিসকাউন্টের পাশাপাশি ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ১২ মাস পর্যন্ত বৈধতাসম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধাও পাওয়া যাবে।
সংস্থাটি আরো ঘোষণা করেছে যে, ক্রেতারা সরাসরি ওয়েবসাইট (OnePlus.in) থেকে আজ অর্থাৎ ৩রা ও আগামী ৫ই জুন ৯৯ টাকার বিনিময়ে 'ওয়ানপ্লাস বোনাস ড্রপ' কিনতে পারবেন। যারা এই কুপন ক্রয় করবেন তারা ওয়ানপ্লাস ১২ ফোনের নতুন কালার ভ্যারিয়েন্টের সাথে সিলভার গ্রে রঙা একটি ওয়ানপ্লাস ডাফেল (OnePlus Duffel) ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে পেতে যাবেন। তবে আগেই বলে দিই, ওয়ানপ্লাস বোনাস ড্রপ সীমিত পরিমাণে বিক্রি করা হবে।
OnePlus 12 স্মার্টফোনের স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ১২ ফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সহ ৬.৮২-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস প্রোএক্সডিআর অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিন – ১ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০০ নিট পিক ব্রাইটনেস, ১০০% ডিসিআই-পি৩, ১০-বিট কালার ডেপথ, ডলবি ভিশন এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। সংস্থা দ্বারা ডেভেলপ করা পি১ ডিসপ্লে চিপ থাকছে এই হ্যান্ডসেটে, যা পাওয়ার খরচ কমানোর পাশাপাশি ছবির গুণমানও উন্নত করে। এই ডিসপ্লের উপরিভাগে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.৪) অবস্থিত।
আবার ডিভাইসের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ লক্ষণীয়। এগুলি হল – OIS সমর্থিত ১/১.৪ ইঞ্চি সাইজের ৫০ মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৬) + ৩এক্স অপটিক্যাল জুম ও ১২০এক্স পর্যন্ত ডিজিটাল জুম সহ ৬৪ মেগাপিক্সেল OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স + ১/২ ইঞ্চি সাইজের ৪৮ মেগাপিক্সেল Sony IMX581 আল্ট্রা-ওয়াইড শুটার (অ্যাপারচার : এফ/২.২)।
OnePlus 12 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রনো ৭৫০ জিপিইউ ব্যবহার করা হয়েছে, যার সাথে ১৬ জিবি LPDDR5X র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ যুক্ত। ডিভাইসটি গেমিং পারফরম্যান্স উন্নত করতে এক্স৭ ভিজ্যুয়াল প্রসেসর সহ এসেছে। এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস ১৪ কাস্টম স্কিনে রান করে।
তদুপরি কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ডুয়েল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৭ ৮০২.১১ বি/এএক্স/এসি, ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডো এবং ইউএসবি ২.০ পোর্ট অন্তর্ভুক্ত। এর সাথে – ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 12 ফোনে ৫,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়া IP65 রেটিং প্রাপ্ত এই হ্যান্ডসেটে রয়েছে ক্রায়ো ভেলোসিটি কুলিং সিস্টেম।