OnePlus 13 vs OnePlus 12: ওয়ানপ্লাস ১৩ নাকি ওয়ানপ্লাস ১২, পুরানো ফোনে আরও ভালো ফিচার ছিল? দেখুন পার্থক্য
OnePlus 13 vs OnePlus 12 Price Comparison - ওয়ানপ্লাস ১৩ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৪৯৯ ইউয়ান, যা প্রায় ৫১,১০০ টাকার সমান। ওয়ানপ্লাস ১২ ফোনের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৪,৯৯৯ টাকা।
ওয়ানপ্লাস ১৩ বনাম ওয়ানপ্লাস ১২: গতকাল লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১৩ ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৬,০০০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ২৪ জিবি র্যাম পাওয়া যাবে। আর এর দাম শুরু হয়েছে প্রায় ৫০,০০০ টাকা থেকে। ওয়ানপ্লাস ১৩ ফোনটি ওয়ানপ্লাস ১২ এর উত্তরসূরি হিসেবে এসেছে। আসুন নয়া মডেলে পূর্বসূরির তুলনায় কি কি আপগ্রেড ফিচার আছে দেখে নেওয়া যাক।
OnePlus 13 vs OnePlus 12: দাম
ওয়ানপ্লাস ১৩ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৪৯৯ ইউয়ান, যা প্রায় ৫১,১০০ টাকার সমান। আবার এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ২৪ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৪,৮৯৯ ইউয়ান (প্রায় ৫৭,৮০০ টাকা), ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬২,৮০০ টাকা), ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭০,৮০০ টাকা)।
লঞ্চের সময় ওয়ানপ্লাস ১২ ফোনের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৪,৯৯৯ টাকা। আর উচ্চতর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনের দাম ছিল ৬৯,৯৯৯ টাকা। তবে অফারে এটি এখন কিছুটা কম দামে কেনা যায়।
OnePlus 13 vs OnePlus 12: ডিসপ্লে
ওয়ানপ্লাস ১৩ ফোনে আছে ৬.৮২ ইঞ্চি ২কে ওএলইডি বিওই এক্স২ ডিসপ্লে। এই ডিসপ্লে ৩,১৬৮ x ১,৪৪০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪,৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। এই স্মার্টফোনের সাথে সান ডিসপ্লে টেকনোলজির সূচনা করেছে ওয়ানপ্লাস। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ক্রিস্টাল শিল্ড সুপার সেরামিক গ্লাস ব্যবহার করা হয়েছে, যা ৫০০ শতাংশ উন্নত ড্রপ রেজিস্ট্যান্স অফার করবে। আবার এই ডিসপ্লে এ++ রেটিং সহ ডিসপ্লেমেট সার্টিফিকেশন প্রাপ্ত।
ওয়ানপ্লাস ১২ ফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সহ ৬.৮২-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস প্রোএক্সডিআর এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিন – ১ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০০ নিট পিক ব্রাইটনেস, ১০০% ডিসিআই-পি৩, ১০-বিট কালার ডেপথ, ডলবি ভিশন এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। সংস্থা দ্বারা ডেভেলপ করা পি১ ডিসপ্লে চিপ থাকছে এই হ্যান্ডসেটে, যা পাওয়ার খরচ কমানোর পাশাপাশি ছবির গুণমানও উন্নত করবে।
ওয়ানপ্লাস ১৩ বনাম ওয়ানপ্লাস ১২: প্রসেসর ও সফটওয়্যার
ওয়ানপ্লাস ১৩ ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি ১২ জিবি, ১৬ জিবি এবং ২৪ জিবি র্যাম সহ এসেছে। আর এটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। গেমিংয়ের জন্য এই হ্যান্ডসেটে সংস্থার নিজস্ব টাইডাল ইঞ্জিন উপস্থিত। এই সিস্টেম ৪ বছর দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে ওয়ানপ্লাস দাবি করেছে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে টিয়াংগং কুলিং সিস্টেম প্রো কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। আর ওয়ানপ্লাস ১৩ ডিভাইসটি চীনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।
ওয়ানপ্লাস ১২ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রনো ৭৫০ জিপিইউ উপস্থিত। আবার গেমিং পারফরম্যান্স উন্নত করতে ডিভাইসটি এক্স৭ ভিজ্যুয়াল প্রসেসর সহ এসেছে। তদুপরি স্টোরেজ হিসাবে ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস ১৪ কাস্টম স্কিনে রান করে।
ওয়ানপ্লাস ১৩ বনাম ওয়ানপ্লাস ১২: ক্যামেরা
ওয়ানপ্লাস ১৩ ফোনের পিছনে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৮০৮ প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং এস৫কেজেএন৫ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল এলওয়াইটি-৬০০ পেরিস্কোপ টেলিফটো লেন্স বর্তমান। হ্যাসেলব্লাড (Hasselblad) এই ট্রিপল রিয়ার ক্যামেরার জন্য অপ্টিমাইজেশন অফার করবে এবং ছবির গুণমান উন্নত করবে। আর ফোনের সামনে সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ওয়ানপ্লাস ১২ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ওআইএস সমর্থিত ১/১.৪ ইঞ্চি সাইজের ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৮০৮ প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৬) + ৩এক্স অপটিক্যাল জুম ও ১২০এক্স পর্যন্ত ডিজিটাল জুম সহ ৬৪ মেগাপিক্সেল ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো লেন্স + ১/২ ইঞ্চি সাইজের ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৮১ আল্ট্রা-ওয়াইড শুটার (অ্যাপারচার : এফ/২.২)। ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬১৫ ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে, যা এফ/২.৪ অ্যাপারচার সাপোর্ট করে।
ওয়ানপ্লাস ১৩ বনাম ওয়ানপ্লাস ১২: ব্যাটারি
ওয়ানপ্লাস ১৩ ফোনে ৬,০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
ওয়ানপ্লাস ১২ ডিভাইসে ৫,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট এয়ারভোক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।