5000 টাকা ফ্লাট ছাড়ে Sony ক্যামেরা সহ আসা OnePlus Nord 4 5G, এখানে রয়েছে অফার

ওয়ানপ্লাস নর্ড 4 5G ফোনটি 32,999 টাকায় লঞ্চ হয়েছিল। উপরের অফার বাদ দিয়েও যারা অতিরিক্ত ছাড় পেতে চান, তারা পুরানো ফোন এক্সচেঞ্জে করে 20হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন।;

Update: 2024-12-28 04:56 GMT

আপনি যদি মাঝারি বাজেটে ওয়ানপ্লাসের লেটেস্ট স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনার জন্য অসাধারণ একটি ডিল আছে। আসলে অ্যামাজনে কয়েক মাস আগে লঞ্চ হওয়া OnePlus Nord 4 5G ফোনটি 5000 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনের বিশেষত্ব হল এতে 120Hz ডিসপ্লে, বড় 5500mAh ব্যাটারি এবং এআই ফিচার উপস্থিত, যা ফোনটিকে নতুন অভিজ্ঞতা দেয়। অফার সহ ক্রেতারা 27 হাজার টাকায় এই ডিভাইসটি কিনতে পারবেন।

OnePlus Nord 4 5G ফোনে লোভনীয় ছাড়

অ্যামাজনে সীমিত সময়ের ডিলে, নর্ড 4 5G দুর্দান্ত অফারের সাথে উপলব্ধ। এর 8 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 3,000 টাকা সরাসরি ছাড়ে বিক্রি হচ্ছে। আবার আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে আরও 2000 টাকা ডিসকাউন্ট মিলবে।

উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড 4 5G ফোনটি 32,999 টাকায় লঞ্চ হয়েছিল। উপরের অফার বাদ দিয়েও যারা অতিরিক্ত ছাড় পেতে চান, তারা পুরানো ফোন এক্সচেঞ্জে করে 20হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। তবে এই ছাড় সম্পূর্ণ নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থার উপর।

OnePlus Nord 4 5G ডিভাইসে আছে দারুণ সব ফিচার

ওয়ানপ্লাস নর্ড 4 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.74-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস 14.1 কাস্টম স্কিনে চলবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর স্ন্যাপড্রাগন 7+ জেন 3 প্রসেসর, 12GB পর্যন্ত LPDDR5X র‌্যাম এবং অ্যাড্রেনো 732 জিপিইউ পাওয়া যাবে। এই স্মার্টফোনে 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এর সঙ্গে হ্যান্ডসেটটি ৬ বছরের ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা দেবে।

OnePlus Nord 4 5G ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট সহ 50-মেগাপিক্সেল Sony LYTIA সেন্সর রয়েছে। সাথে আছে 8 মেগাপিক্সেল Sony আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফির জন্য সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Nord 4 ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News