Oppo Find X8 Mini Compact Design: আইফোন-কে টেক্কা দেবে ওপ্পো ফাইন্ড এক্স৮ মিনি, বসন্তে ফাইন্ড এক্স৮ আল্ট্রার সাথে হবে লঞ্চ

Oppo Find X8 Mini Launch Date - জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে, ওপ্পো শীঘ্রই ফাইন্ড এক্স৮ সিরিজের অধীনে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন আনতে চলেছে। এর নাম থাকবে ওপ্পো ফাইন্ড এক্স৮ মিনি।

Update: 2024-11-02 05:45 GMT

Oppo find x8 mini compact smartphone could launch with find x8 ultraঅ্যাপল আইফোন ১৬ কে টেক্কা দিতে অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা এবছর কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোন আনার উপর জোর দিয়েছে। ইতিমধ্যেই আমরা প্রিমিয়াম রেঞ্জে লঞ্চ হতে দেখেছি ভিভো এক্স২০০ প্রো, ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো, শাওমি ১৫ প্রো। এর পাশাপাশি কম্প্যাক্ট ডিজাইনের সাথে এসেছে শাওমি ১৫ ও ভিভো এক্স২০০ প্রো মিনি মডেল। এই তালিকায় এবার ওপ্পো সামিল হতে চলেছে বলে মনে হচ্ছে। যদিও অনেকে বলতে পারেন, ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোনটি এই তালিকায় আসার কথা। যদিও ডিভাইসটি মোটেও ছোট নয়। তাই একে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন বলা যায় না।

Oppo Find X8 mini হবে ওপ্পোর কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে, ওপ্পো শীঘ্রই ফাইন্ড এক্স৮ সিরিজের অধীনে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন আনতে চলেছে। এর নাম থাকবে ওপ্পো ফাইন্ড এক্স৮ মিনি। এটি ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা মডেলের সাথে এই বসন্তে লঞ্চ হবে। উল্লেখ্য, এর আগেও টিপস্টার স্মার্ট পিকাচু একই ধরনের দাবি করেছিলেন।

জানিয়ে রাখি, ওপ্পো বারংবার তাদের ফাইন্ড এক্স সিরিজ নিয়ে কৌশল পরিবর্তন করেছে। যেমন ফাইন্ড এক্স২ ও ফাইন্ড এক্স৩ সিরিজের অধীনে চারটি মডেল বাজারে এসেছিল। তবে ফাইন্ড এক্স৫ সিরিজে আমরা তিনটি ফোন লঞ্চ হতে দেখেছিলাম। আবার ফাইন্ড এক্স৬ ও ফাইন্ড এক্স৭ সিরিজের অধীনে কেবল দুটি ডিভাইস এসেছিল। আর শেষের সিরিজে প্রো মডেল বাদ দিয়ে আনা হয়েছিল ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা। তবে এক্স৮ সিরিজে আবার প্রো মডেল ফেরত আনা হয়েছে। এখন আবার এই সিরিজের অধীনে ওপ্পো ফাইন্ড এক্স৮ মিনি স্মার্টফোন আসবে বলে শোনা যাচ্ছে।

এদিকে সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর সহ ডুয়েল টেলিফটো ক্যামেরা অফার করবে বলে জানা গেছে। এই ক্যামেরায় ১০এক্স হাইব্রিড জুম সাপোর্ট করবে। যদিও ওপ্পো ফাইন্ড এক্স৮ মিনি মডেলে ডুয়েল টেলিফটো ক্যামেরা থাকবে না। তবে এতেও দুর্দান্ত ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আমাদের অনুমান।

Tags:    

Similar News