নিশ্চিন্তে থাকবে ক্রেতারা, 6000mah ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং স্মার্টফোন আনছে Oppo
Oppo Find X8 সিরিজটি আগামী মাসে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে এখন ফোনগুলির ব্যাটারি এবং চার্জিং স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে।
আসন্ন ফ্ল্যাগশিপ Oppo Find X8 সিরিজের অধীনে চীনা বাজারে অন্তত চারটি মডেল লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, এগুলি হল Oppo Find X8, Oppo Find X8 Pro, Find X8 Pro Satellite Communication Edition এবং Oppo Find X8 Ultra। এর মধ্যে, ‘Ultra’ মডেলটি আগামী বছরের জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে, অন্য ভ্যারিয়েন্টগুলি সম্ভবত আগামী মাসে (অক্টোবর) আত্মপ্রকাশ করবে। এক টিপস্টার এখন Oppo Find X8 সিরিজের ব্যাটারির আকার এবং চার্জিং ক্ষমতা প্রকাশ করেছেন।
সামনে এল Oppo Find X8 সিরিজের ব্যাটারির আকার, চার্জিং ক্ষমতা
চীনা টিপস্টার জানিয়েছেন যে, ওপ্পো ফাইন্ড এক্স৮ এবং ওপ্পো এক্স৮ প্রো যথাক্রমে ৫,৭০০ এমএএইচ এবং ৫,৮০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করবে। উভয় ফোনই ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। আর ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করার জন্য বিশেষভাবে উল্লেখ করা প্রো সংস্করণ সহ ডিভাইসগুলি ওয়্যারলেস চার্জিংয়ের সাথে আসবে বলে জানা গেছে। তবে টিপস্টার স্ট্যান্ডার্ড মডেলের ওয়্যারলেস চার্জিং স্পিড নির্দিষ্ট করে জানাননি।
অন্যদিকে, ওপ্পো এক্স৮ আল্ট্রা বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এটি ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ওপ্পো এক্স৮ এবং ওপ্পো এক্স৮ প্রো মডেলের ওয়্যার্ড চার্জিং সর্ম্পকিত তথ্যগুলি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সূত্রে পাওয়া গেছে।
৩সি সার্টিফিকেশন অনুযায়ী, Oppo Find X8, Oppo Find X8 Pro এবং Find X8 Pro Satellite Communication Edition যথাক্রমে PKB110, PKC110 এবং PKC130 মডেল নম্বরগুলি বহন করে। সার্টিফিকেশন ডেটাবেসটি প্রকাশ করেছে যে তিনটি ফোনই ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করতে পারে। Oppo Find X8 Ultra এখনও চীনে কোনও সার্টিফিকেশন পায়নি।