শাওমির সঙ্গে চলবে বিশাল টক্কর, বাজার কাঁপাতে আসছে Oppo Find X8, লঞ্চ কবে
Oppo Find X7 Ultra Satellite Edition মডেলটি এই বছর মার্চ মাসের শেষের দিকে বাজারে এসেছে। তবে, Oppo Find X8 সিরিজটিকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। এর আগে জানা গিয়েছিল যে Oppo Find X8 সিরিজে অন্তর্ভুক্ত Oppo Find X8 এবং Oppo Find X8 Ultra ফোনগুলি এবছরের শেষের আগে লঞ্চ হবে। তবে এখন এক সুপরিচিত টিপস্টার দাবি করেছেন যে নতুন সিরিজে আরও একটি নতুন মডেল থাকবে এবং ‘Ultra’ মডেলটি পরে লঞ্চ করা হবে।
Oppo Find X8 সিরিজের তিনটি মডেল থাকতে পারে
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজে এবার তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেছেন যে বেস এবং মিড টিয়ার মডেলটি অক্টোবরে একইসাথে প্রকাশিত হতে পারে। আর আল্ট্রা মডেলটি আলাদাভাবে ২০২৫ সালের প্রথমদিকে প্রকাশিত হবে। শোনা যাচ্ছে যে, সিরিজটি একটি নতুন ডিজাইন, একটি পরিবর্তিত ক্যামেরা সিস্টেম, সম্ভবত ভিন্ন ব্যাটারির আকার এবং দ্রুততর চার্জিং সাপোর্ট অফার করবে।
এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে মনে করা হচ্ছে যে, ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজে মিডিয়াটেক এবং কোয়ালকম উভয় ব্র্যান্ডেরই আসন্ন ফ্ল্যাগশিপ চিপ ব্যবহার করা হবে। তবে, নির্দিষ্টভাবে কোন মডেলে কোন প্রসেসরটি যুক্ত হবে, তা বর্তমানে স্পষ্ট নয়। এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল যে, আল্ট্রা মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেটে চলবে। মাঝে একটি নতুন মডেলের সংযোজন এবং আল্ট্রা মডেলকে আলাদাভাবে পরে লঞ্চ করার মতো একই রকম স্ট্র্যাটিজি শাওমি (Xiaomi)-এর সাম্প্রতিক ফ্ল্যাগশিপ সিরিজের ক্ষেত্রে দেখা গেছে, যেখানে আল্ট্রা মডেলটি বেস এবং মিড ভ্যারিয়েন্ট লঞ্চের কয়েক মাস পরে প্রকাশিত হয়।
এছাড়াও, আগের কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে Oppo Find X8 সিরিজের ডিভাইসগুলি আসন্ন Xiaomi 15 সিরিজের হ্যান্ডসেটগুলির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। জানিয়ে রাখি, বর্তমান প্রজন্মের Oppo Find X7 সিরিজ এবছর জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল, যেখানে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro গত বছর অক্টোবরে বাজারে আসে৷ সুতরাং, এটি কোম্পানির ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করার একটি কারণ হতে পারে, যেমনটা এর আগে ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) জানিয়েছিলেন এবং আগামী বছরের প্রথম দিকে Oppo Find X8 Ultra মডেলটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে, আর বাকি দুই ডিভাইস এবছরের মধ্যে বাজারে আসতে পারে।