Oppo K9x: Dimensity 810 প্রসেসর, 90hz ডিসপ্লে, 64MP ট্রিপল ক্যামেরার নয়া ফোন বাজারে
Oppo তাদের K সিরিজের আরও একটি স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। পূর্বে সংস্থাটি K9, K9 Pro, ও K9s মডেলের হ্যান্ডসেট বাজারে এনেছিল। আর এখন তারা Oppo K9x লঞ্চ করেছে। মিড-রেঞ্জ সেগমেন্টে Oppo K9x আত্মপ্রকাশ করেছে। ডিভাইসটির ফিচারগুলির মধ্যে ৯০ হার্টজ ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, Dimensity 810 5G প্রসেসর উল্লেখযোগ্য।
ওপ্পো কে৯এক্স স্পেসিফিকেশনস ও ফিচার্স (Oppo K9x Specifications and Features)
ওপ্পো কে৯এক্স ফোনে ৬.৫ ইঞ্চি এলসিডি পাঞ্চ-হোল ডিসপ্লের আছে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন (১০৮০x২৪০০ পিক্সেল) ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের অভ্যন্তরে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর। ওপ্পো কে৯এক্স ৮ জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.1 স্টোরেজ কনফিগারেশনে এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
Oppo K9x-এর ব্যাক প্যানেলে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এছাড়া ওপ্পো কে৯এক্স অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১২ কাস্টম ইন্টারফেসে রান করবে। ডিভাইসটি ৮.৮ মিমি পাতলা এবং ওজন ১৯১ গ্রাম। উল্লেখ্য, স্পেসিফিকেশন বিচার করলে বলা যেতে পারে, Oppo K9x আদতে ভারতে উপলব্ধ Realme 8s 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন।
ওপ্পো কে৯এক্স দাম ও লভ্যতা (Oppo K9x Price and Availability)
Oppo K9x মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - ৬ জিবি র্যাম +১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম +১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র্যাম +২৫৬ জিবি স্টোরেজ। কেনা যাবে ব্ল্যাক ও সিলভার পার্পেল কালারের বিকল্পে। তবে দাম কত হবে, সেটা ওপ্পো এখনও জানায়নি।