সামনে ও পিছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, Oppo Reno 13 সিরিজ এবার গ্লোবাল মার্কেটে এন্ট্রি নিচ্ছে

Oppo Reno 13 সিরিজটি এমাসেই চীনা বাজারে পা রাখবে। এগুলি তারপর বিশ্ববাজারেও আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। লঞ্চের আগে এখন ফোনগুলিকে IMDA সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে।

Update: 2024-11-13 02:33 GMT

ওপ্পোর রেনো সিরিজের আসন্ন ডিভাইসগুলিকে নিয়ে বর্তমানে প্রযুক্তি মহলে জোর জল্পনা চলেছে। সম্প্রতি নির্ভরযোগ্য টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, আপকামিং Oppo Reno 13 সিরিজের ফোনগুলি আগামী ২৫ নভেম্বর চীনের মার্কেটে লঞ্চ হতে পারে। লাইনআপে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে - ওপ্পো রেনো ১৩ এবং ওপ্পো রেনো ১৩ প্রো। তবে শুধু হোম মার্কেটে নয়, রেনো ১৩ সিরিজ চীনের বাইরের বাজারেও আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। কারণ উভয় ফোনেরই গ্লোবাল মডেলগুলি গুরুত্বপূর্ণ আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যা এগুলির আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়।

Oppo Reno 13 সিরিজ IMDA সার্টিফিকেশন পেয়েছে

ওপ্পো রেনো ১৩ এবং ওপ্পো রেনো ১৩ প্রো সিঙ্গাপুরের আইএমডিএ সার্টিফিকেশন প্ল্যাটফর্মের ডেটাবেসে উপস্থিত হয়েছে। স্ট্যান্ডার্ড সংস্করণটি সিপিএইচ২৬৮৯ মডেল নম্বর বহন করে, যেখানে প্রো ভ্যারিয়েন্টের মডেল নম্বর হল সিপিএইচ২৬৯৭। এই মডেল নম্বরগুলিকে আগে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC) এবং ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN)-এর ডেটাবেসে দেখা গিয়েছিল। তবে, আইএমডিএ সার্টিফিকেশনের মাধ্যমে ফোনগুলির চূড়ান্ত নামটি নিশ্চিত করা হয়েছে। এছাড়া, আইএমডিএ লিস্টিং উভয় ডিভাইসের কানেক্টিভিটি ফিচার প্রকাশ করেছে। উল্লেখযোগ্যভাবে, প্রো মডেলটি ইসিম (eSIM) সাপোর্ট সহ আসবে।

এদিকে, ওপ্পো রেনো ১৩ ফোনটি ক্যামেরা এফভি-৫ এর ডেটাবেসেও আবির্ভূত হয়েছে, যা প্রকাশ করে যে এটির পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সেন্সরটিতে ২৬.৬ মিমি ফোকাল লেন্থ এবং এফ/১.৮ অ্যাপারচার রয়েছে। তালিকাটি আরও ইঙ্গিত করে যে, ওপ্পো রেনো ১৩ হ্যান্ডসেটে ২২.২ মিমি ফোকাল লেন্থ এবং এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলা রেনো মডেলগুলি তাদের চীনা সংস্করণগুলির মতো একই ডিজাইন অফার করবে। তবে, চীনা মডেলগুলিতে সাধারণত তাদের গ্লোবাল ভ্যারিয়েন্টগুলির তুলনায় সামান্য ভিন্ন এবং আরও ভাল বৈশিষ্ট্য থাকে। সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, ওপ্পো রেনো ১৩ প্রো-এর চীনা ভ্যারিয়েন্ট ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট‌ চালিত বিশ্বের প্রথম ফোন হবে। একই ডিভাইস গ্লোবাল মার্কেটে বিক্রি হবে কিনা তা স্পষ্ট নয়।

জানিয়ে রাখি, ওপ্পো রেনো ১২ সিরিজটিকে গত মে মাসে আইএমডিএ ডেটাবেসে দেখা গিয়েছিল এবং এটি সিঙ্গাপুরে গত ২৯ জুন আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছিল। একইভাবে আগের রেনো ১১ এবং রেনো ১১ প্রো সিঙ্গাপুরে গত ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগে ২০২৩ সালের নভেম্বরে আইএমডিএ-এর ডেটাবেসে হাজির হয়। অতএব, সম্ভবত ওপ্পো রেনো ১৩ সিরিজটি সিঙ্গাপুর এবং বিশ্বের অন্যান্য বাজারে ২০২৫ সালের জানুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে।

Tags:    

Similar News