Poco M7 5G: আমজনতার জন্য পকেট ফ্রেন্ডলি দামে আসছে পোকোর নতুন ৫জি স্মার্টফোন

By :  ANKITA
Update: 2024-09-15 14:48 GMT

পোকো এবার বাজারে আনছে একটি নতুন বাজেট স্মার্টফোন। শাওমিটাইমের এক্সক্লুসিভ রিপোর্টে দাবি করা হয়েছে যে, Poco M7 5G নামে সেই ডিভাইসে Redmi 14C 5G এর মতো ফিচার্স থাকবে। HyperOS সোর্স কোড থেকে পোকোর নতুন মডেলটির অস্তিত্ব নিশ্চিত করা গিয়েছে। Poco M7 5G শুধু ভারতীয় বাজারে লঞ্চ হবে এবং দেশের বাইরে উপলব্ধ হবে না।

Xiaomi-র আপকামিং প্রোডাক্ট লাইনআপে থাকা তিনটি মডেল সম্পর্কে তথ্য সামনে আসতে শুরু করেছে। এগুলি হল Redmi 14C 5G, Redmi 14R 5G, ও Poco M7 5G। এদের মধ্যে শেষ ফোনটির কোডনাম "flame_p" এবং এটি Redmi 14R 5G ও আপকামিং Redmi 14C 5G-এর মতো এক স্পেসিফিকেশন অফার করবে।

Poco M7 5G-এর মডেল নম্বর 24108PCE2 এবং এটির হাইপারওএস সোর্স কোডে "flame_p" কোডনাম নজর এড়ায়নি। "flame" কোডনামটি Redmi 14R ও Redmi 14C 5G ফোনের অর্ন্তগত। আর "flame_p এর পুরো অর্থ হল "Flame Poco"। যা ইঙ্গিত করে Poco M7 5G আসলে রিব্র্যান্ডেড Redmi 14R/14C 5G হতে চলেছে।

আরও পড়ুন: ১৫ হাজার টাকার কমে স্মার্ট টিভি দেখুন, Samsung থেকে LG আছে লিস্টে

পূর্বসূরী Poco M6 5G লঞ্চ হয়েছিল MediaTek Dimensity 6100+ প্রসেসর সহযোগে। তবে পোকোর নতুন ফোনটিতে Snapdragon 4 Gen 2 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরা বাদে পোকো ও রেডমির ফোনে সমান ফিচার্স থাকবে। Poco M7 5G ভারতে লঞ্চ হবে খুব সস্তায়।

Tags:    

Similar News