Poco M7 Pro ও C75 5G ফোনের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, দাম শুরু মাত্র 9 হাজার টাকা থেকে
আজ ফ্লিপকার্ট পোকো M7 প্রো ও পোকো C75 5G এর জন্য বানানো মাইক্রোসাইটে এদের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। 17 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে ফোন দুটি।
Highlights
• Poco M7 Pro ও Poco C75 5G আগামী 17 ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে।
• আজ ফ্লিপকার্ট পোকো M7 প্রো ও পোকো C75 5G এর জন্য বানানো মাইক্রোসাইটে এদের লঞ্চের তারিখ ঘোষণা করেছে।
• উভয় ফোনে সনি ক্যামেরা থাকবে এবং ভারতে এদের দাম শুরু হবে 9,000 টাকা থেকে।
পোকো আগামী 17 ডিসেম্বর ভারতে তাদের নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই দুই ফোনের নাম Poco M7 Pro ও Poco C75 5G। এর মধ্যে শেষের ডিভাইসটির 4G মডেল গত অক্টোবরে ভারতে এসেছিল। গত কয়েক সপ্তাহ ধরেই এই দুই স্মার্টফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল। এমনকি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এদের জন্য সম্প্রতি মাইক্রোসাইট লাইভ করেছে। ফলে বোঝা যাচ্ছিল যে শীঘ্রই এই দুই ডিভাইস ভারতে পা রাখবে।
Poco M7 Pro ও Poco C75 5G ভারতে লঞ্চ হচ্ছে 17 ডিসেম্বর
আজ ফ্লিপকার্ট পোকো M7 প্রো ও পোকো C75 5G এর জন্য বানানো মাইক্রোসাইটে এদের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি এখানে এদের কিছু বিশেষ বিশেষ ফিচারও হাইলাইট করা হয়েছে। আসুন 17 ডিসেম্বর লঞ্চ হতে চলা ফোন দুটির স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
পোকো M7 প্রো এর ফিচার
পোকো M7 প্রো ডিভাইসে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করবে। এই ডিসপ্লে 2100 নিটস পিক ব্রাইটনেস ও এইচডিআর10 প্লাস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস 5। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল সনি LYT-600 প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।
পোকো C75 5G এর স্পেসিফিকেশন ও দাম
এটা ভারতের অন্যতম সস্তা 5G স্মার্টফোন হবে। এর ডিজাইন 4G মডেলের মতো হবে এবং এতে স্ন্যাপড্রাগন 4s জেন 2 প্রসেসর ব্যবহার করা হবে। এটি 8GB র্যাম ও 128 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। এতেও সনি ক্যামেরা সেন্সর থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে। আর সিকিউরিটির জন্য পোকো C75 5G সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস কাস্টম সফটওয়্যারে চলবে।
পোকোর তরফে জানানো হয়েছে যে, পোকো C75 5G ডিভাইসটি 2+4 বছর আপডেট পাবে। অর্থাৎ এতে দুই বছর অ্যান্ড্রয়েড আপডেট ও চার বছর সিকিউরিটি আপডেট আসবে। ভারতে এর দাম রাখা হবে 9,000 টাকার কম।