কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে Realme 13 5G এবং Realme 13+ 5G ফোনের সেল, কোথা থেকে অফারে কিনবেন
ভারতে আজ থেকে শুরু হচ্ছে Realme 13 5G সিরিজের সেল। এই সিরিজে Realme 13 5G এবং Realme 13+ 5G অন্তর্ভুক্ত রয়েছে। দুপুর 12 টায় ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ব্যাঙ্ক কার্ড অফারের সুবিধা নিতে পারবে ক্রেতারা। পাশাপাশি এক্সচেঞ্জ অফার ও নো কস্ট ইএমআই অফারও পাওয়া যাবে। আসুন নয়া রিয়েলমি স্মার্টফোন দুটির দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
প্রথম সেলে Realme 13 5G সিরিজের দাম
Realme 13 5G এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 17,999 টাকা এবং 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা। সেলে দুটি ভ্যারিয়েন্টই 1000 টাকা ক্যাশব্যাক সহ পাওয়া যাবে। এটি স্পিড গ্রিন এবং ডার্ক পার্পল কালার অপশনে লঞ্চ হয়েছে।
Realme 13+ 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা। আর 8 জিবি ও 12 জিবি র্যাম সহ 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 24,999 টাকা এবং 26,999 টাকা। এই তিনটি ভ্যারিয়েন্টের সাথে 1,500 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। ফোনটি তিনটি রঙে এসেছে - ভিক্টোরি গোল্ড, স্পিড গ্রিন এবং ডার্ক পার্পল।
আরও পড়ুন : এই 3 ফিচার পার্থক্য গড়ে দেবে iPhone 16 Pro ও iPhone 16 মডেলের মধ্যে, কেনার আগে দেখে নিন
Realme 13 5G সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি 13 5জি ফোনে আছে 6.72-ইঞ্চি LCD ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000 এমএএইচ ক্ষমতার ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অন্যদিকে Realme 13+ 5G মডেলে আছে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। আর মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি প্রসেসর সহ আসা এই ফোনের ব্যাক প্যানেলে ওআইএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল সনি প্রাইমারি সেন্সর যুক্ত ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে আছে 5000 এমএএইচ ব্যাটারি, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।