দুর্দান্ত লুকে Realme 13 Pro+ 5G-এর নতুন ভার্সন লঞ্চ হল, সেলে 3000 টাকা ছাড়
Realme 13 Pro+ ফোনটি এবার লঞ্চ হল একটি আকষর্ণীয় কালার অপশনে, যার নাম মনেট পার্পল। নতুন ভ্যারিয়েন্টটি এখন ব্যাঙ্ক অফার সহ 29,000 টাকার প্রারম্ভিক মূল্যে ফ্লিপকার্ট (Flipkart) এবং রিয়েলমির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
প্রাথমিকভাবে মনেট গোল্ড এবং এমারেল্ড গ্রীন কালারে লঞ্চ করার পর, রিয়েলমি এখন মনেট পার্পল অপশনে Realme 13 Pro+ 5G স্মার্টফোনের জন্য একটি তৃতীয় কালার অপশন লঞ্চ করেছে। এই নতুন কালার অপশনটি ভারতে আগামী 2 সেপ্টেম্বর থেকে কেনার জন্য উপলব্ধ হবে। আসুন Realme 13 Pro+ 5G হ্যান্ডসেটের নতুন কালার ভ্যারিয়েন্টটির দাম, উপলব্ধতা এবং অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।
Realme 13 Pro+ Monet Purple ভ্যারিয়েন্টের মূল্য,অফার এবং লভ্যতা
রিয়েলমি 13 প্রো প্লাস ফোনের মনেট পার্পল কালার অপশনটির 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটির মূল্য 32,999 টাকা। আর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলি যথাক্রমে 34,999 টাকা এবং 36,999 টাকায় পাওয়া যাবে। এর সাথে ব্যাঙ্ক অফার হিসাবে 3,000 টাকা ছাড় এবং 4,000 টাকার এক্সচেঞ্জ অফার মিলবে৷ ফোনটি রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট (Flipkart) এ পাওয়া যাবে।
Realme 13 Pro+ 5G ফোনের স্পেসিফিকেশন
Realme 13 Pro+ ফোনের সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 2,000 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট সমন্বিত 6.7 ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি 8 জিবি / 12 জিবি এলপিডিডিআর4এক্স র্যাম এবং 128 জিবি/ 256 জিবি, বা 512 জিবি ইউএফএস 3.1 স্টোরেজ বিকল্পগুলি অফার করে৷
স্মার্টফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের 1/1.56 ইঞ্চির Sony LYT-701 সেন্সর, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং 6X ইন-সেন্সর জুম ও 120x পর্যন্ত ডিজিটাল জুম সহ একটি 50 মেগাপিক্সেলের Sony LYT-600 3X পেরিস্কোপ টেলিফোটো লেন্স। সেলফির জন্য, এতে সনি সেন্সর সহ একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।
Realme 13 Pro+ 5G হ্যান্ডসেটের অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি অডিও, স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস, হাই-রেস অডিও এবং আইপি65 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটি 5,200 এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত, যা 80 ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করে।