Realme 14 Pro Lite 5G: Realme 14 Pro Lite 5G: রিয়েলমির ইতিহাসে প্রথমবার নম্বর সিরিজে লাইট মডেল, ১২ জিবি র‌্যাম সহ আর কি কি থাকবে

রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি এর মডেল নম্বর থাকবে RMX990। এটি মোট চারটি র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Update: 2024-11-12 06:31 GMT

Realme 14 Pro Lite 5G Launch Date

রেডমি নোট ১৪ সিরিজকে টেক্কা দিতে এবার বাজারে আসছে Realme 14 স্মার্টফোন সিরিজ। আগামী বছরের শুরুতে এই সিরিজের ফোনগুলি লঞ্চ হতে পারে। তবে এবছর এই সিরিজের অধীনে একটি নতুন মডেল আমরা পেতে পারি, যার নাম থাকবে Realme 14 Pro Lite 5G। ৯১মোবাইলস তাদের একটি প্রতিবেদনে নয়া এই মডেল যোগ হওয়ার কথা জানিয়েছে। এর আগে রিয়েলমির নম্বর সিরিজে কোনো লাইট মডেল থাকতো না। অর্থাৎ এবছর সংস্থাটি এই পরিকল্পনা নিয়েছে।

উদাহরণস্বরূপ বলা যায়, রিয়েলমি ১৩ সিরিজের অধীনে পাঁচটি মডেল ছিল: রিয়েলমি ১৩ ৪জি, রিয়েলমি ১৩, রিয়েলমি ১৩ প্রো, রিয়েলমি ১৩ প্রো প্লাস, রিয়েলমি ১৩ প্লাস। এখন যদি নতুন সিরিজে আরও একটি মডেল যুক্ত হয় তাহলে মোট ছটি ফোন আসবে রিয়েলমি ১৪ সিরিজের অধীনে। ফলে ক্রেতাদের মধ্যে সঠিক মডেল বেছে নেওয়া চাপের হয়ে যাবে।

Realme 14 Pro Lite 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে

রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি এর মডেল নম্বর থাকবে RMX990। এটি মোট চারটি র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যেগুলি হল - ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। আবার রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি তিনটি রঙে আসবে: এমেরাল্ড গ্রীন, মোনেট পার্পেল, মোনেট গোল্ড।

যদিও এছাড়া রিয়েলমি ১৪ সিরিজের নতুন স্মার্টফোনের কোনো ফিচার বা স্পেসিফিকেশন জানা যায়নি। তবে নাম থেকে এটা অনুমান করা যায় যে, লাইট মডেলটি রিয়েলমি ১৪ প্রো এর সামান্য ডাউনগ্রেড স্পেসিফিকেশন অফার করবে। আশা করা যায় এতে অ্যামোলেড ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম অপারেটিং সিস্টেম থাকবে।

যাইহোক, রিয়েলমি ১৪ সিরিজ ২০২৫ সালের শুরুতে ভারতে লঞ্চ হতে পারে। শুরুতে সংস্থাটি ভারতে কেবল রিয়েলমি ১৪ প্রো ও রিয়েলমি ১৪ প্রো প্লাস মডেল লঞ্চ হতে পারে। এরপর অন্যান্য মডেল যোগ করা হতে পারে।

Tags:    

Similar News