Big Battery Smartphone: পাওয়ারফুল ব্যাটারির সেরা 5 স্মার্টফোন, রয়েছে 10600mAh ব্যাটারি
চিন্তার দিন শেষ! এবার দীর্ঘক্ষণ চালাতে পারবেন স্মার্টফোন, এই পাঁচটি ফোনে আছে ১০,৬০০ এমএইচ পর্যন্ত বড় ব্যাটারি।
বর্তমান দিনে ক্রেতারা যে বাজেটের স্মার্টফোন ব্যবহার করুক না কেন, তারা সব সময় দুর্দান্ত ব্যাটারি লাইফ আশা করে থাকেন। যেকারণে গত কয়েক বছর ধরে স্মার্টফোন সংস্থাগুলিও ক্রেতাদের এই চাহিদা পূরণ করার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে। আজ এই প্রতিবেদনে আমরা দুর্দান্ত ব্যাটারি লাইফ অফার করে এমন পাঁচটি স্মার্টফোন সম্পর্কে বলবো, যেগুলির দাম ২৫,০০০ টাকারও কম। তাই আপনি যদি এই ধরনের স্মার্টফোন কিনতে চান তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
স্যামসাং গ্যালাক্সি এফ ৫৪: Samsung Galaxy F54
স্যামসাং-এর এই ডিভাইসটি আপনি এখন জিও মার্ট থেকে ২২,৯৯০ টাকায় কিনতে পারবেন। যাতে আছে ৬,০০০ এমএএইচ-এর একটি বড় ব্যাটারি, যার ফলে সহজেই ব্যবহারকারীরা একদিনের বেশি সময় ধরে এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। আবার এই হ্যান্ডসেটে ২৫ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। তবে কোম্পানি হ্যান্ডসেটের সাথে আলাদা করে কোনো চার্জার দেয় না। জানিয়ে রাখি, এই ডিভাইসটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র দু ঘন্টা।
ওয়ান প্লাস সিই ৪: OnePlus Nord CE 4
ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটির দাম ২৪,৯৯৯ টাকা। আর পাওয়ার ব্যাকআপ হিসেবে এতে দেওয়া হয়েছে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। জানিয়ে রাখি এটি এই সেগমেন্টের সবথেকে দ্রুত চার্জ হওয়া ফোনগুলির মধ্যে একটি, এই চার্জার ৩০ মিনিটেই ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে সক্ষম। জানিয়ে রাখি, এই ডিভাইসটি কিনলে ক্রেতারা ডিভাইসের সাথে পেয়ে যাবেন একটি চার্জার সম্পূর্ণ বিনামূল্যে।
রেডমি নোট ১৩ প্রো + ৫জি: REDMI Note 13 Pro+ 5G
এখন রেডমির নোট ১৩ প্রো + ৫জি ডিভাইসটি ফ্লিপকার্টে পাওয়া যাবে ২৩,৩৪৫ টাকায়। আর এই ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য আছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ-এর একটি ব্যাটারি, যার মাধ্যমে মাত্র ১৯ মিনিটের মধ্যে ডিভাইসটি সম্পূর্ণ চার্জ করা সম্ভব।
আইকো জেড৯ এসপ্রো ৫জি: iQOO Z9s Pro 5G
এখন অ্যামাজন ইন্ডিয়া থেকে আপনি এই ডিভাইসটি কিনতে পারবেন ২৪,৯৯৯ টাকায়। যাতে আছে একটি ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি। আর এটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। সংস্থার দাবি, এই ডিভাইসটি একবার চার্জ করলে সারাদিন ব্যবহার করা সম্ভব।
OUKITEL WP23
এই অভিনব ডিভাইসটি এখন অ্যামাজনে ২২,৮৯৯ টাকায় উপলব্ধ। আর এটি কোনো সাধারণ স্মার্টফোন নয়, কারণ এতে আছে ১০,৬০০ এমএএইচ-এর একটি বড় ব্যাটারি। যার ফলে একটি সিঙ্গেল চার্জে এই হ্যান্ডসেটটি বেশ কয়েকদিন চালানো সম্ভব। সংস্থার প্রতিশ্রুতি অনুযায়ী, এই ডিভাইসের স্ট্যান্ডবাই টাইম ৮০০ ঘন্টা। এছাড়াও, এটি ৫০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লে ব্যাক টাইম অফার করে। তাই যারা বারবার চার্জ করার ঝামেলা থেকে মুক্ত হতে চান এবং একটানা অনেকক্ষণ স্মার্টফোন ব্যবহার করতে চান, তারা এই ডিভাইসটি কিনতে পারেন।