Realme P1 Speed 5G vs iQOO Z9 5G: Realme P1 Speed 5G vs iQOO Z9 5G: ক্যামেরা স্পেক্স থেকে পারফরম্যান্স, রিয়েলমি নাকি আইকো ফোন সেরা
এখানে আমরা রিয়েলমি পি১ স্পিড ৫জি ও আইকো জেড৯ ৫জি ফোনের দাম ও স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করবো।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে পারফরম্যান্স সেন্ট্রিক স্মার্টফোন Realme P1 Speed 5G। এতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর প্রতিদ্বন্দ্বী ফোন হিসেবে আছে iQOO Z9 5G। আপনি যদি ২০,০০০ টাকার কমে কোনো নতুন ফোন কিনতে চান তাহলে এদের মধ্যে কোনো একটি বেছে নিতে পারেন। তবে যদি দুটির মধ্যে সেরা মডেলটি বেছে নিতে চান তাহলে এই প্রতিবেদনটি পড়ুন। কারণ এখানে আমরা রিয়েলমি পি১ স্পিড ৫জি ও আইকো জেড৯ ৫জি এর দাম ও স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করবো।
Realme P1 Speed 5G vs iQOO Z9 5G: দাম
রিয়েলমি পি১ স্পিড ৫জি এর ৮ জিবি স্টোরেজ + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। আর এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা ২০,৯৯৯ টাকা। এটি রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।
আইকো জেড৯ ৫জি স্মার্টফোন মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যার মধ্যে বেস ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ১৮,৪৯৯ টাকা রাখা হয়েছে। আর টপ-এন্ড ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কেনা যাবে ২০,৪৯৯ টাকার বিনিময়ে। এটি - ব্রাশড গ্রিন এবং গ্রাফিন ব্লু কালার অপশনে কেনা যাবে।
রিয়েলমি পি১ স্পিড ৫জি vs আইকো জেড৯ ৫জি: ডিসপ্লে
রিয়েলমি পি১ স্পিড ৫জি স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২,০০০ নিট ব্রাইটনেস অফার করবে। আবার এই ডিসপ্লে HDR10+ সাপোর্ট করবে।
আইকো জেড৯ ৫জি স্মার্টফোনও ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সাথে এসেছে। এতে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১৮০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।
রিয়েলমি পি১ স্পিড ৫জি vs আইকো জেড৯ ৫জি: প্রসেসর ও সফটওয়্যার
পারফরম্যান্সের জন্য রিয়েলমি পি১ স্পিড ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি প্রসেসর উপস্থিত। আর ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলে।
আইকো জেড৯ ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর উপস্থিত। এই স্মার্টফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে রান করে।
রিয়েলমি পি১ স্পিড ৫জি vs আইকো জেড৯ ৫জি: ক্যামেরা
এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি + ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ এআই ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আইকো জেড৯ ৫জি ফোনের ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ওআইএ সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষ্যণীয়।
রিয়েলমি পি১ স্পিড ৫জি vs আইকো জেড৯ ৫জি: ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি পি১ স্পিড ৫জি ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আইকো জেড৯ ৫জি স্মার্টফোনে ৪৪ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।