বাজেটের মধ্যে ওয়্যারলেস চার্জিং, Moto G Power 5G 2025 বছরের শুরুতেই লঞ্চ হচ্ছে
মোটোরোলার নতুন ডিভাইসটিকে FCC, TUV Rheinland, ও UL Demko সার্টিফিকেশন সাইটে সম্প্রতি উপস্থিত হয়েছে। আমেরিকার এফসিসি সার্টিফিকেশন সাইটে মোটো জি পাওয়ার ৫জি ২০২৫ ফোনটি XT2515-1, XT2515-2, XT2515-3 ও XT2515V মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে।
আগামী বছরের প্রথমার্ধে বাজারে আসছে Moto G Power 5G 2025। তার আগে ডিভাইসটি দ্রুত বিভিন্ন সার্টিফিকেশন সাইটে উপস্থিত হচ্ছে। এটি মোটো জি পাওয়ার ৫জি (২০২৪) এর উত্তরসূরী হিসেবে আসবে। এই ফোনটি চলতি বছরের মার্চে লাতিন আমেরিকায় লঞ্চ হয়েছিল। আশা করা হচ্ছে মোটো জি পাওয়ার ৫জি ২০২৫ একই সময়ে বাজারে আসবে। আসুন স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
৯১মোবাইলস তাদের রিপোর্টে দাবি করেছে যে, মোটোরোলার নতুন ডিভাইসটিকে FCC, TUV Rheinland, ও UL Demko সার্টিফিকেশন সাইটে সম্প্রতি উপস্থিত হয়েছে। এখান থেকে ফোনটির ডিজাইন, ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং ক্ষমতা সহ বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
Moto G Power 5G 2025 উপস্থিত হল একাধিক সার্টিফিকেশন সাইটে
আমেরিকার এফসিসি সার্টিফিকেশন সাইটে মোটো জি পাওয়ার ৫জি ২০২৫ ফোনটি XT2515-1, XT2515-2, XT2515-3 ও XT2515V মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ ডিভাইসটি একাধিক দেশে লঞ্চ হবে। লিস্টিং থেকে জানা গেছে এতে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ, ব্লুটুথ বিআর/ইডিআর/এলই ও এনএফসি। এছাড়া মোটো জি পাওয়ার ৫জি ২০২৫ জিএনএসএস, এফএম ও ডব্লিউপিটি (ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার) ফিচার সহ আসবে।
লিস্টিং থেকে আরও জানা গেছে, এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এদিকে ইউএল ডেমকো সার্টিফিকেশন সাইট থেকে সামনে এসেছে যে, মোটো জি পাওয়ার ৫জি ২০২৫ স্মার্টফোনে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যেখানে জি পাওয়ার ২০২৪ মডেল ১৫ ওয়াট ওয়্যারলেস ও ৩০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ এসেছিল।
আবার মোটোর নতুন ফোনে ৫,০০০ এমএএইচ (৪৮৫০ এমএএইচ রেটেড) ব্যাটারি থাকবে। পূর্বসূরিতেও একই ক্যাপাসিটির ব্যাটারি ছিল। অর্থাৎ ব্যাটারির ক্ষেত্রে কোনো আপগ্রেডেশন দেখা যাবে না।