Realme 14x 5G ফুল চার্জে দুই দিন চলছে, 6000mAh ব্যাটারি সহ থাকবে ফাস্ট চার্জিং

রিয়েলমি 14x 5G তিনটি ভ্যারিয়েন্টে আসবে - 6GB+128GB, 8GB+128GB, এবং 8GB+256GB। Realme 14x 5G ফোনে 6.67 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিন পাওয়া যাবে।

Update: 2024-12-13 17:42 GMT

রিয়েলমি ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে, যার নাম Realme 14x 5G। কোম্পানির তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে এই ডিভাইসটি 18 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে। তার আগে একের পর এক ফোনের বিশেষ ফিচার সামনে আনছে সংস্থা। ফ্লিপকার্ট এবং কোম্পানির অফিসিয়াল সাইটের মাইক্রোসাইট থেকে এই তথ্যগুলি প্রকাশ করা হচ্ছে। কয়েকদিন আগে Realme 14x 5G এর ডিজাইন ও কালার অপশন সম্পর্কে জানানো হয়েছিল। আর আজ এই স্মার্টফোনের ব্যাটারি ও চার্জিং সম্পর্কিত তথ্যের উপর থেকে পর্দা সরানো হয়েছে।

রিয়েলমি 14x 5G ফোনে থাকবে 6000mAh ব্যাটারি

আসন্ন রিয়েলমি 14x 5G সেগমেন্টের প্রথম ফোন হবে যেখানে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি থাকবে। ডিভাইসটি 38 মিনিটে 0 থেকে 50 শতাংশ চার্জ হবে এবং 100 শতাংশ চার্জ হতে সময় লাগবে 93 মিনিট। কোম্পানি বলছে, একবার চার্জে ফোনটি দুই দিন পর্যন্ত চলবে। এই ব্যাটারি ফুল চার্জে 45.4 ঘণ্টা পর্যন্ত কলিং এবং 15.8 ঘণ্টা ভিডিও দেখতে দেবে।

ভারতে ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ডিভাইসটি কেনা যাবে। রিয়েলমি 14x 5G ব্ল্যাক, গোল্ডেন এবং রেড কালারে পাওয়া যাবে। এই ফোন জলে পড়ে গেলেও দুশ্চিন্তা করার দরকার নেই। কারণ এটি IP69 ওয়াটারপ্রুফ রেটিং সহ আসবে। এটি 15 হাজার টাকার কমে IP69 রেটিং সহ ভারতের প্রথম স্মার্টফোন হবে।

এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, রিয়েলমি 14x 5G তিনটি ভ্যারিয়েন্টে আসবে - 6GB+128GB, 8GB+128GB, এবং 8GB+256GB। এতে 6.67 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিন পাওয়া যাবে।

জানিয়ে রাখি, আসন্ন এই ফোনের পূর্বসূরি অর্থাৎ রিয়েলমি 12x 5G এর 4GB + 128GB ভ্যারিয়েন্টের দাম ছিল 11,999 টাকা, 6GB + 128GB ভ্যারিয়েন্টের দাম ছিল 13,499 টাকা এবং 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম ছিল 14,999 টাকা। এটি কোরাল রেড, টোয়াইলাইট পার্পল এবং উডল্যান্ড গ্রিন কালারে এসেছিল।

Tags:    

Similar News