Realme 14x 5G ট্রিপল রিয়ার ক্যামেরা ও AI ফিচার সহ ভারতে লঞ্চ হচ্ছে, টিজার প্রকাশ রিয়েলমির

রিয়েলমি 14x 5G ডিভাইসের সেল শুরু হবে 18 ডিসেম্বর থেকে। Realme 14x 5G ফোনে থাকবে 6.67 ইঞ্চি এলসিডি ডিসপ্লে ও 6,000mAh ব্যাটারি। এটি IP69 + IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে।

Update: 2024-12-10 17:08 GMT

এতদিন টিপস্টার সহ অন্যান্য মাধ্যম থেকে Realme 14x 5G সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল। তবে আজ প্রথমবার রিয়েলমি ইন্ডিয়ার তরফে এর টিজার প্রকাশ করা হল। ফলে শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গেছে আসন্ন এই ডিভাইস কোম্পানির ই-স্টোর সহ শপিং সাইট Flipkart থেকে পাওয়া যাবে। এছাড়া টিজার থেকে রিয়েলমির নতুন স্মার্টফোনের ডিজাইন প্রকাশ করা হয়েছে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

Realme 14x 5G ভারতে লঞ্চ হচ্ছে

রিয়েলমি ইন্ডিয়ার টিজার থেকে জানা গেছে, রিয়েলমি 14x 5G ফোনের ব্যাক প্যানেলে ডায়মন্ড ইন্সপায়ার্ড ডিজাইন সহ টেক্সচার প্যাটার্ন দেখা যাবে। এছাড়া থাকবে আয়তকার ক্যামেরা মডিউল। এরমধ্যে তিনটি ক্যামেরা সেন্সর সহ এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে। আর এর প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন থাকবে 50MP। এর সাথে একাধিক AI ফিচার পাওয়া যাবে।



আর রিয়েলমি 14x 5G তিনটি কালার ভ্যারিয়েন্টে আসবে, এগুলি হতে পারে ইয়েলো, রেড ও ব্ল্যাক। তবে কালারগুলির মার্কেটিং নাম এখনও জানা যায়নি। রিয়েলমি আরও নিশ্চিত করেছে যে, আসন্ন স্মার্টফোন যথেষ্ট স্লিম হবে এবং এটি মজবুত বিল্ড সহ আসবে। ফোনের ডান দিকে পাওয়ার বাটন ও ভলিউম কী থাকবে।

এর আগে 91মোবাইলস জানিয়েছিল যে, রিয়েলমি 14x 5G ডিভাইসের সেল শুরু হবে 18 ডিসেম্বর থেকে। এতে থাকবে 6.67 ইঞ্চি এলসিডি ডিসপ্লে ও 6,000mAh ব্যাটারি। এটি IP69 + IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে। ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - 6GB + 128GB, 8GB + 128GB এবং 8GB + 256GB। আশা করা যায় শীঘ্রই এর লঞ্চের তারিখ ঘোষণা করা হবে।

Tags:    

Similar News