Realme GT 7 Pro Launched: রিয়েলমি জিটি ৭ প্রো সনি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও Eco2 ডিসপ্লে সহ লঞ্চ হল, রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি

Realme GT 7 Pro Launched - রিয়েলমি প্রত্যাশা মতো আজকে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি জিটি ৭ প্রো লঞ্চ করল। এটি এবছরে সংস্থার প্রথম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত ফোন। এর দাম শুরু হয়েছে প্রায় ৪২,০০০ টাকা থেকে। রিয়েলমি জিটি ৭ প্রো ডিভাইসে আছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি।

Update: 2024-11-04 12:45 GMT

রিয়েলমি প্রত্যাশা মতো আজকে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি জিটি ৭ প্রো লঞ্চ করল। এটি এবছরে সংস্থার প্রথম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত ফোন। এর দাম শুরু হয়েছে প্রায় ৪২,০০০ টাকা থেকে। রিয়েলমি জিটি ৭ প্রো ডিভাইসে আছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া পাওয়া যাবে আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও একাধিক এআই ফিচার, যারমধ্যে আছে স্কেচ টু ইমেজ, মোশন ব্লার, এআই স্ন্যাপ মোড, বুস্ট ইউর ফটোগ্রাফি ইত্যাদি। আসুন রিয়েলমি জিটি ৭ প্রো এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme GT 7 Pro: দাম ও প্রাপ্যতা

রিয়েলমি জিটি ৭ প্রো এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৫৯৯ ইউয়ান, যা প্রায় ৪২,৬০০ টাকার সমান। এছাড়া স্মার্টফোনটি আরও চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটি তিনটি কালারে এসেছে - স্টার ট্রেইল টাইটেনিয়াম, লাইট ডোমেইন হোয়াইট, মার্স এক্সপ্লোরেশন এডিশন।

  • ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ৩,৮৯৯ ইউয়ান (প্রায় ৪৬,২০০ টাকা)
  • ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৪০০ টাকা)
  • ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৯০০ টাকা)
  • ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ: ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৯০০ টাকা)

আগামী ২৬ নভেম্বর রিয়েলমি জিটি ৭ প্রো ভারতে লঞ্চ হবে বলে আজ সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে। এটি অ্যামাজন ও রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

রিয়েলমি জিটি ৭ প্রো: স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে

রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চি Eco2 ওএলইডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি তৈরি করেছে স্যামসাং। এই ডিসপ্লে ৬,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, এইচডিআর, ডলবি ভিশন সাপোর্ট করবে।

প্রসেসর ও কুলিং সিস্টেম

পারফরম্যান্সের জন্য রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম এডিশন প্রসেসর, যা ৪৫ শতাংশ দ্রুত সিপিইউ পারফরম্যান্স ও ৪০ শতাংশ উন্নত জিপিইউ পারফরম্যান্স দেবে। আর তাপ নিয়ন্ত্রণের জন্য এই ডিভাইসে ডুয়েল ভিসি কুলিং সিস্টেম উপস্থিত।

ক্যামেরা

রিয়েলমি জিটি ৭ প্রো এর ক্যামেরার কথা বললে, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯০৬ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা লাইট ৩এক্স সনি আইএমএক্স৮৮২ পেরিস্কোপ টেলিফটো লেন্স। শেষের ক্যামেরায় এআই সুপার রেজোলিউশন ও ১২০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে। আবার রিয়ার ক্যামেরা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড অফার করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও চার্জিং

রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনে ৬,৫০০ এমএএইচ 'টাইটান ব্যাটারি' দেওয়া হয়েছে, এই ব্যাটারি তৈরি করেছে সিএটিএল সংস্থা। এতে ১০ শতাংশ সিলিকন কনটেন্ট ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ১৪ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে।

সফটওয়্যার

রিয়েলমি জিটি ৭ প্রো অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে। এটি চার বছর ধরে সিকিউরিটি আপডেট ও তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেট পাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Tags:    

Similar News