Realme GT 7 Pro Price: লঞ্চের আগেই ফাঁস রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনের দাম, কত খরচ হবে দেখে নিন

Realme GT 7 Pro Price - রিয়েলমি জিটি ৭ প্রো স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ আসবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে। এটি ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে।

Update: 2024-10-30 08:00 GMT

Realme GT 7 Pro অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৪ নভেম্বর চীনে লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিকভাবে রিলিজ হওয়ার আগেই কোম্পানি ফ্ল্যাগশিপ ফোনটির বিভিন্ন ফিচার্স প্রকাশ করেছে। এতে Qualcomm-এর সবথেকে পাওয়ারফুল Snapdragon 8 Elite প্রসেসর ও Samsung Eco 2 OLED Plus ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, লঞ্চের তারিখ জানা না গেলেও ফোনটি নভেম্বর মাসেই ভারতে আসবে বলে শোনা যাচ্ছে। তার আগে রিয়েলমির নতুন ডিভাইসটির দাম অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।

Realme GT 7 Pro দাম (সম্ভাব্য)

চীনে রিয়েলমি জিটি ৭ প্রো-এর দাম ৩,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭,১০০ টাকা। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো (চাইনিজ মাইক্রোব্লগিং সাইট) পোস্ট থেকে এমনটাই জানা গিয়েছে। তাতে একটি ই-কমার্স সাইট থেকে ফাঁস হওয়া দামের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। প্রসঙ্গত, রিয়েলমি জিটি ৫ প্রো লঞ্চ হয়েছিল ৩,৩৯৯ ইউয়ান মূল্যে (প্রায় ৪০,০০০ টাকা)। এটি ছিল ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম।

স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি জিটি ৭ প্রো স্যামসাং ইকো ২ ওলেড প্লাস ডিসপ্লের সঙ্গে আসবে। এটি ১২০ হার্টজে রিফ্রেশ রেট, ২৭৮০x১২৬৪ পিক্সেল রেজোলিউশন, ১২০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামেট, ডলবি ভিশন এবং এইচডিআর১০+ সাপোর্ট করবে। ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৬০০০ নিটস বলে দাবি করা হয়েছে। সিকিউরিটির জন্য মিলবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

রিয়েলমি জিটি ৭ প্রো স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ আসবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে। এটি ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ মিলবে। এতে দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত থাকবে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য, সামনে ১৬ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা মিলবে।

ফোনটির ক্যামেরায় ১২০x ডিজিটাল জুম ফিচার পাওয়া যাবে। এছাড়া, রিয়েলমি জিটি ৭ প্রো-এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াট ফাস্ট চার্জ, অ্যান্ড্রয়েড ১৫, আইপি৬৯ ওয়াটার রেজিট্যান্স এবং বিভিন্ন এআই ফিচার্স।

Tags:    

Similar News