Realme GT 7 Pro vs iQOO 13: রিয়েলমি জিটি ৭ প্রো নাকি আইকো ১৩: দুই স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের ফোনের মধ্যে কে এগিয়ে
Realme GT 7 Pro vs iQOO 13 - রিয়েলমি জিটি ৭ প্রো এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৫৯৯ ইউয়ান, যা প্রায় ৪২,৬০০ টাকার সমান। আইকো ১৩ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,১০০ টাকা)।
গতকাল চীনে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৭ প্রো। এর দাম শুরু হয়েছে প্রায় ৪২,০০০ টাকা থেকে। এটি আগামী ২৬ নভেম্বর ভারতের প্রথম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে এদেশে পা রাখবে। এই একই প্রসেসর সহ কয়েকদিন আগে চীনে লঞ্চ হয়েছে আইকো ১৩। এই ডিভাইসটিও কিছুদিনের মধ্যে ভারতে আসবে। তাই দুই ফোনের মধ্যে কোনটি আপনার জন্য সেরা হবে তা জেনে নেওয়া উচিত। আসুন রিয়েলমি জিটি ৭ প্রো নাকি আইকো ১৩ (Realme GT 7 Pro vs iQOO 13) কে এগিয়ে জানার জন্য এদের দাম ও স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য দেখে নেওয়া যাক।
Realme GT 7 Pro vs iQOO 13: দাম
রিয়েলমি জিটি ৭ প্রো এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৫৯৯ ইউয়ান, যা প্রায় ৪২,৬০০ টাকার সমান। আর এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৮৯৯ ইউয়ান (প্রায় ৪৬,২০০ টাকা), ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৪০০ টাকা), ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৯০০ টাকা) এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৯০০ টাকা)।
আইকো ১৩ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,১০০ টাকা)। আবার এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৭০০ টাকা), ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৩,০০০ টাকা), ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৫,৪০০ টাকা) ও ৫,১৯৯ ইউয়ান (প্রায় ৬১,৩০০ টাকা)।
Realme GT 7 Pro vs iQOO 13: ডিসপ্লে
রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চি Eco2 ওএলইডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি তৈরি করেছে স্যামসাং। এই ডিসপ্লে ৬,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, এইচডিআর, ডলবি ভিশন সাপোর্ট করবে।
আইকো ১৩ ফোনে আছে ৬.৮২ ইঞ্চি ৮টি এলটিপিও ফ্লাট ডিসপ্লে, যা ৩১৬৮ x ১৪৪০ পিক্সেল রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৪,৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।
রিয়েলমি জিটি ৭ প্রো নাকি আইকো ১৩: প্রসেসর ও সফটওয়্যার
পারফরম্যান্সের জন্য রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম এডিশন প্রসেসর, যা ৪৫ শতাংশ দ্রুত সিপিইউ পারফরম্যান্স ও ৪০ শতাংশ উন্নত জিপিইউ পারফরম্যান্স দেবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম ওএস সহ এসেছে।
আইকো ১৩ ডিভাইসে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, এলপিডিডিআর৫এক্স আল্ট্রা র্যাম, ইউএফএস ৪.১ স্টোরেজ। এছাড়া এতে কিউ২ চিপ ব্যবহার করা হয়েছে, যা গেমিংয়ের সময় ১৪৪ এফপিএস পর্যন্ত অফার করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ কাস্টম ওএসে চলে।
রিয়েলমি জিটি ৭ প্রো বনাম আইকো ১৩: ক্যামেরা
রিয়েলমি জিটি ৭ প্রো এর ক্যামেরার কথা বললে, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯০৬ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা লাইট ৩এক্স সনি আইএমএক্স৮৮২ পেরিস্কোপ টেলিফটো লেন্স। শেষের ক্যামেরায় এআই সুপার রেজোলিউশন ও ১২০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে। আবার রিয়ার ক্যামেরা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড অফার করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
আইকো ১৩ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। তিনটি ক্যামেরাই ৫০ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। এই ক্যামেরা সেন্সরগুলি হল - ১/১.৫৬-ইঞ্চি আইএমএক্স৯২১ প্রাইমারি সেন্সর এফ / ১.৮৮ অ্যাপারচার এবং ওআইএস, এফ / ১.৮৫ অ্যাপারচার সহ ১/২.৯৩-ইঞ্চি আইএমএক্স৮১৬ পোর্ট্রেট টেলিফোটো লেন্স, ১/২.৭৬-ইঞ্চি সেন্সর সহ ১১৯.৪° আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
রিয়েলমি জিটি ৭ প্রো বনাম আইকো ১৩: ব্যাটারি
রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনে ৬,৫০০ এমএএইচ 'টাইটান ব্যাটারি' দেওয়া হয়েছে, এই ব্যাটারি তৈরি করেছে সিএটিএল সংস্থা। এতে ১০ শতাংশ সিলিকন কনটেন্ট ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ১৪ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে।
আইকো ১৩ স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬১৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।