তুখোড় ফিচার সহ Redmi Note 14 5G, 14 Pro 5G ও Note 14 Pro Plus 5G ভারতে আসছে, দাম দেখে নিন

By :  techgup
Update: 2024-09-03 08:51 GMT

চলতি মাসেই চীনে লঞ্চ হবে Redmi Note 14 সিরিজ। আর এই সিরিজের অধীনে Redmi Note 14 5G, Redmi Note 14 Pro 5G এবং Redmi Note 14 Pro Plus 5G ফোনগুলি লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই এই ডিভাইসগুলির বিভিন্ন তথ্য টিপস্টার মারফত সামনে এসেছে। আজ আবার ইংরেজি জাগরণ আসন্ন Redmi Note 14 সিরিজের মডেলগুলির দাম ও ফিচার প্রকাশ করেছে। তারা বলেছে এই সিরিজ 2025 সালের জানুয়ারিতে ভারতে লঞ্চ হবে।

Redmi Note 14 5G এর দাম ও ফিচার

রেডমি নোট 14 সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোন হবে Redmi Note 14 5G। এতে 1.5কে অ্যামোলেড 120 হার্টজ স্ক্রিন ব্যবহার করা হতে পারে। পারফরম্যান্সের জন্য, থাকবে 6 এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্রসেসর। এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স দেওয়া হবে।রেডমি নোট 14 5জি স্মার্টফোনটির দাম 20 হাজার টাকা থেকে শুরু হবে‌।

আরও পড়ুন : Upcoming Bikes: পুজোর আনন্দ দ্বিগুণ করতে সেপ্টেম্বর লঞ্চ হবে চারটি নতুন বাইক এবং স্কুটার, রইল লিস্ট

Redmi Note 14 Pro 5G দাম ও ফিচার

Redmi Note 14 Pro 5G ফোনে নতুন ক্যামেরা মডিউল দেখা যাবে। এই স্মার্টফোনে পাওয়া যাবে 1.5K অ্যামোলেড ডিসপ্লে। সাথে থাকবে স্ন্যাপড্রাগন 7 এস জেন 3 প্রসেসর। এতেও 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, আল্ট্রাওয়াইড লেন্স এবং টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে 90 ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ভারতে স্মার্টফোনটির দাম শুরু হবে 27,000 থেকে 28,000 টাকার মধ্যে।

আরও পড়ুন : এবার টিভিতে দেখুন X এর ভিডিও, ইলন মাস্ক আনল X TV অ্যাপ

Redmi Note 14 Pro+ 5G দাম ও ফিচার (ফাঁস)

Redmi Note 14 Pro Plus 5G হবে এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন। এতেও 1.5K কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এর ডিজাইন Note 14 Pro এর মতো হতে পারে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে 4এনএম ডাইমেনশনের 7350 চিপসেট ব্যবহার করা হবে। Redmi Note 14 Pro Plus 5G মডেলে 200 মেগাপিক্সেলের পরিবর্তে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। ভারতে রেডমির এই ফোনটির দাম 33 হাজার টাকা রাখা হবে।

Tags:    

Similar News