রেডমি নোট ১৪ প্রো প্লাস এবার বিশ্ব বাজারে দুর্ধর্ষ ক্যামেরা সহ ঝড় তুলতে আসছে, পেল আইএমডিএ থেকে ছাড়পত্র
সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে রেডমি নোট ১৪ সিরিজ। এবার এই সিরিজের ফোনগুলি গ্লোবাল মার্কেটে পা রাখবে। তারজন্য এখন বিভিন্ন দেশের সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র নিচ্ছে রেডমি। গতকাল রেডমি নোট ১৪ প্রো ৫জি ফোনকে ইন্দোনেশিয়ার সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। আর আজ সিরিজের রেডমি নোট ১৪ প্রো প্লাস (Redmi Note 14 Pro+) স্মার্টফোনটি ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথোরিটি বা আইএমডিএ সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেল। ফলে বলা যায় এটি কিছু সপ্তাহের মধ্যে ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে।
রেডমি নোট ১৪ প্রো প্লাস পেল আইএমডিএ থেকে ছাড়পত্র | Redmi Note 14 Pro+ gets IMDA Certification
রেডমি নোট ১৪ প্রো প্লাস স্মার্টফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টকে 24115RA8EG মডেল নম্বর সহ আইএমডিএ সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। শেষে 'জি' থাকার অর্থ এটি গ্লোবাল ভ্যারিয়েন্ট। তবে এখান থেকে ডিভাইসটির স্পেসিফিকেশন জানা যায়নি। আমাদের অনুমান রেডমি নোট ১৪ প্রো প্লাস এর গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন চীনা ভ্যারিয়েন্টের মতোই হবে। কেবল ক্যামেরা সেন্সরের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। চলুন চীনা মডেলের বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।
রেডমি নোট ১৪ প্রো প্লাস চীনা ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন
রেডমি নোট ১৪ প্রো প্লাস স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে ওএলইডি ডিসপ্লে, যা ৩০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর, এড্রেনো জিপিইউ, ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
রেডমি নোট ১৪ প্রো প্লাস ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম ওএসে চলে। এতে ৬,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। মিড রেঞ্জ ফোনে প্রথমবার রেডমি এত বড় ব্যাটারি ব্যবহার করল। এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরার কথা বললে, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল পোট্রেট টেলিফটো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই রেডমি ফোনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।