৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Samsung Galaxy A36, সেলফি উঠবে ঝাক্কাস

আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৫ সিরিজটিই শুধু লঞ্চ করবে না, সেই সাথে মিড-রেঞ্জে স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ও স্যামসাং গ্যালাক্সি এ৫৬ স্মার্টফোনগুলিও উন্মোচন করবে বলে জানা গেছে। লঞ্চের আগে এখন Samsung Galaxy A36 ফোনের কিছু ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছে।

Update: 2024-11-14 08:28 GMT

Samsung Galaxy A36 Launch Date

আগামী বছর গ্যালাক্সি এস২৫ সিরিজের লঞ্চের পরই স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের মিড-রেঞ্জ ডিভাইস, Samsung Galaxy A36 এবং Samsung Galaxy A56 লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এগুলিও সম্ভবত ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই আত্মপ্রকাশ করবে। চলতি বছরের শুরুর দিকেও একইরকম লঞ্চ প্যাটার্ন দেখা গিয়েছিল। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানুয়ারির মাঝামাঝি সময়ে গ্যালাক্সি এস২৪ সিরিজ আত্মপ্রকাশের পরপরই মার্চ মাসে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ এবং গ্যালাক্সি এ৫৫ লঞ্চ করেছিল। এখন একটি নতুন রিপোর্ট স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করেছে, যা বিশেষ উন্নতি এবং পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন

গ্যালাক্সিক্লাবের রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে, বর্তমান গ্যালাক্সি এ৩৫ মডেলের মতোই। তবে, সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি দেখা যাবে ডিভাইসের সামনে, যেখানে স্যামসাং পূর্বসূরির ১৩ মেগাপিক্সেল লেন্সের পরিবর্তে একটি ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে বলে জানা গেছে। যদিও এটি সামান্য ডাউনগ্রেড বলে মনে হতে পারে, কিন্তু রিপোর্টে বলে হয়েছে যে, এই সেন্সরটি পুরোনো ১৩ মেগাপিক্সেল সেন্সরের তুলনায় স্পষ্ট আপগ্রেড হতে পারে, যা স্যামসাং আগের গ্যালাক্সি এ৩এক্স ডিভাইসে ব্যবহার করেছিল।

উল্লেখযোগ্যভাবে, স্যামসাং তাদের গ্যালাক্সি এ৩৬ এবং গ্যালাক্সি এ৫৬ ফোনের মধ্যে পার্থক্য করছে বলে মনে হচ্ছে, কারণ এ৩৬-এর ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা গ্যালাক্সি এ৫৬ হ্যান্ডসেটের ১২ মেগাপিক্সেল সেন্সরের মতো হবে না। এই সিদ্ধান্তটি গ্যালাক্সি এ লাইনআপে এ৫৬-কে একটু বেশি প্রিমিয়াম অপশন হিসাবে দুটি মডেলের মধ্যে একটি গুণগত পার্থক্য তৈরি করবে।

যদিও, স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ফোনের ম্যাক্রো এবং আল্ট্রাওয়াইড ক্যামেরাগুলির বিস্তারিত বিবরণ এখনও জানা যায়নি। তবে, আশা করা হচ্ছে যে এই লেন্সগুলি গত বছরের মডেলের মতোই হবে। অর্থাৎ একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে।

ক্যামেরার স্পেসিফিকেশন ছাড়াও, স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ফোনের একটি ছবি অনলাইনে ফাঁস হয়েছে, যা এর সম্ভাব্য ডিজাইন পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। ডিভাইসটিতে আরও সুস্পষ্ট ক্যামেরা আইল্যান্ড থাকতে পারে। পৃথক লেন্সগুলি পিছনের দিক থেকে সরাসরি প্রসারিত হওয়ার পরিবর্তে আরও ইন্টিগ্রেটেড লুক অফার করবে।

এছাড়াও, স্যামসাং গ্যালাক্সি এ৩৬ হ্যান্ডসেটটিকে ইতিমধ্যেই বেশ কয়েকবার গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক ডেটাবেসে দেখা গেছে, যা নির্দেশ করে যে এটি একটি কোয়ালকম (Qualcomm)-নির্মিত প্রসেসর দ্বারা চালিত হবে। চিপসেটটি সম্ভবত স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ বা ৭এস জেন ৩ হবে। বেঞ্চমার্ক করা মডেলগুলি ৬ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম সহ তালিকাভুক্ত হয়েছে। যদিও স্যামসাং গ্যালাক্সি এ৩৬-এর সঠিক মূল্য এখনও জানা যায়নি। তবে এটি পূর্ববর্তী মডেলগুলির রেঞ্জের মধ্যেই থাকবে বলে আশা করা হচ্ছে, সম্ভবত ৩৫০ ইউরো (প্রায় ৩১,১৭৫ টাকা) এবং ৪০০ ইউরো (প্রায় ৩৫,৬৩০ টাকা)-এর মধ্যে।

Similar News