Samsung Galaxy S22, S22+, S22 Ultra এন্ট্রি নিল স্মার্টফোনের দুনিয়া শাসন করতে, দাম থেকে বৈশিষ্ট্য, রইল সব খুঁটিনাটি
Samsung Galaxy Note সিরিজের বিদায়ের যন্ত্রনা ভুলিয়ে দেবে নতুন Galaxy S22 Ultra। আর যারা ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের খোঁজে ইন্টারনেট চষে বেড়াচ্ছেন, তাদের জন্য Galaxy S22 ও S22+৷ এ ক্ষেত্রে Ultra ভ্যারিয়েন্টকেও অবশ্য ভুললে চলবে না। গত বছরের জানুয়ারিতে আত্মপ্রকাশ করেছিল Galaxy S21 সিরিজ। আর আজ, ৯, ফেব্রুয়ারি, গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের মঞ্চ থেকে প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে শাসন করতে এন্ট্রি নিল Samsung Galaxy S22 সিরিজ৷ গত বছরের মতো Galaxy S22 সিরিজে তিনটি হাই-এন্ড হ্যান্ডসেট এসেছে - Samsung Galaxy S22, Samsung Galaxy S22+ ও Samsung Galaxy S22 Ultra।
এই ত্রয়ীতে দেওয়া হয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত চোখজুড়ানো অ্যামোলেড ডিসপ্লে। বাজারভেদে ফোনগুলিতে 4nm ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm/Exynos-এর প্রিমিয়াম চিপসেট দেওয়া হয়েছে। Samsung Galaxy S22+ ও Samsung Galaxy S22 Ultra-এর চার্জিং স্পিডও উন্নত হয়েছে। ৪৫ ওয়াটের তারহীন চার্জিং ব্যবস্থার সমর্থন পেয়েছে এই দু'টি মডেল। Galaxy S22 ও S22+ এ একই ক্যামেরা সেটআপ রয়েছে। অন্য দিকে, Galaxy S22 Ultra সংস্থার S সিরিজের প্রথম ডিভাইস, যার ফ্রেমে স্টাইলাস পেনের জন্য পৃথক স্লট রাখা হয়েছে। অর্থাৎ Galaxy S সিরিজের Ultra ভ্যারিয়েন্টকে Note লাইনআপের রিপ্লেসমেন্ট হিসেবেই তুলে ধরছে স্যামসাং।
স্যামসাং গ্যালাক্সি এস২২, গ্যালাক্সি এস২২+, ও গ্যালাক্সি এস২২ আল্ট্রা এর দাম ও লভ্যতা (Samsung Galaxy S22, Galaxy S22+, ও Galaxy S22 Ultra Price, Availability)
স্যামসাং গ্যালাক্সি এস২২ ও স্যামসাং গ্যালাক্সি এস২২+ ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। সবচেয়ে অ্যাডভান্সড স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা চারটি মেমরি কনফিগারেশনে এসেছে - ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ।
স্যামসাং গ্যালাক্সি এস২২ ও স্যামসাং গ্যালাক্সি এস২২+ এর দাম যথাক্রমে ৭৯৯ ডলার (প্রায় ৫৯,৯০০ টাকা) ও ৯৯৯ ডলার (৭৪,৮০০ টাকা) থেকে শুরু হচ্ছে। অন্য দিকে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা এর মূল্য শুরু ১,১৯৯ ডলার থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯,৭০০ টাকার সমান। স্যামসাং জানিয়েছে, ফোনগুলি ২৫ ফেব্রুয়ারি থেকে ক্রয়ের জন্য উপলব্ধ হবে।
স্যামসাং গ্যালাক্সি এস২২ স্পেসিফিকেশনস (Samsung Galaxy S22 Specifications)
স্যামসাং গ্যালাক্সি এস২২-এর ডিসপ্লের দৈর্ঘ্য ৬.১ ইঞ্চি। এতে ডাইনামিক অ্যামোলেড ২x প্যানেল ব্যবহার করা হয়েছে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট (১০ হার্টজেও নামতে পারবে), ফুল-এইচডি রেজোলিউশন (১০৮০x২৩৪০ পিক্সেল রেজোলিউশন), এবং ১৫০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে।
ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ দ্বারা সুরক্ষিত, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্লাস প্রোটেকশন হিসেবে পরিচিত। ব্যাক প্যানেলটি প্লাস্টিকের হলেও ফ্রেম আর্মর অ্যালুমিনিয়ামের। ক্ষতিকর নীল রশ্মির নির্গমন কমাতে স্যামসাং গ্যালাক্সি এস২২-এর ডিসপ্লেতে আই কমফোর্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২২ আর্ন্তজাতিক বাজারে সংস্থার নিজস্ব এক্সিনস ২২০০ প্রসেসরের সঙ্গে পাওয়া যাবে। আবার চীন, আমেরিকা, এবং ভারতে ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর-সহ উপলব্ধ হবে। দু'টি চিপসেটই ৪ ন্যানোমিটার প্রসেসিং নোডে নির্মিত।
Samsung Galaxy S22-এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা অবস্থান করছে - মাল্টি ডিরেকশনাল পিডিএফ, ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল (এফ/১.৮) প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ওআইএস ও ৩x অপটিক্যাল জুমযুক্ত ১০ মেগাপিক্সেল (এফ২.৪) টেলিফটো ক্যামেরা, এবং ১২ মেগাপিক্সেল (এফ ২.১) আল্ট্রাওয়াইড ক্যামেরা। রিয়ার ক্যামেরার সাহায্যে 8K ভিডিও শ্যুট করার সুবিধা মিলবে। ডিভাইসটির সামনে একটি ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। যা 4K ভিডিও রেকর্ডিংয়ের সমর্থন দেয়।
পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২২ একটি ৩,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট রয়েছে। সবশেষে হ্যান্ডসেট আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার, ও নতুন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাথে এসেছে।
স্যামসাং গ্যালাক্সি এস২২+ স্পেসিফিকেশনস (Samsung Galaxy S22+ Specifications)
বেস ভ্যারিয়েন্টের চেয়ে স্যামসাং গ্যালাক্সি এস২২+ এর ডিসপ্লের দৈর্ঘ্য একটু বেশি, ৬.৭ ইঞ্চি। এটিও একটি ডাইনামিক অ্যামোলেড ২x প্যানেল হয়েছে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট (১০ হার্টজেও নামতে পারবে), ফুল-এইচডি রেজোলিউশন (১০৮০x২৩৪০ পিক্সেল রেজোলিউশন), এইচডিআর১০+ ১৭৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোন হাত থেকে পড়লেও স্ক্রিন যাতে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতে ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের+ আবরণ রয়েছে। এছাড়া ব্লু লাইট ফিল্টারের জন্য আছে স্যামসাংয়ের আই কমফোর্ট শিল্ড।
বেস মডেলের মতো স্যামসাং গ্যালাক্সি এস২২+ এর আর্ন্তজাতিক ভার্সনে এক্সিনস ২২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার এই হ্যান্ডসেট চীন, আমেরিকা, এবং ভারতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সঙ্গে পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি এস২২ ও এস২২+ এর ক্যামেরা স্পেসিফিকেশনগুলির মধ্যে কোনও পার্থক্য নেই। তাই সেগুলি আলাদা করে উল্লেখ করা হল না।
স্যামসাং গ্যালাক্সি এস২২+ এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। একইসাথে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়েরও সমর্থন রয়েছে। আবার এটি ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।
Samsung Galaxy S22+ Android 12 নির্ভর One UI 4.0 কাস্টম ইন্টারফেসের সাথে এসেছে। সিকিউরিটির জন্য ডিভাইসটিতে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা স্পেসিফিকেশনস (Samsung Galaxy S22 Ultra Specifications)
স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা সংস্থার প্রথম এস সিরিজের ফোন, যার শরীরের মধ্যে স্টাইলাস পেন রাখার জন্য স্লট রয়েছে। ডিভাইসটি এই সিরিজের বাকি মডেলগুলির মতো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ কাস্টম ইন্টারফেস দ্বারা পরিচালিত। স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ৬.৮ ইঞ্চি কিউএইচডি+ অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যার স্ক্রিন টু বডি রেশিও ৯০% এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আবার কনটেন্টের উপর নির্ভর করে রিফ্রেশ রেট ১ হার্টজেও নেমে আসতে সক্ষম।
স্মার্টফোনটির ফ্রন্ট ও রিয়ার প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন দেওয়া হয়েছে৷ ফ্রেমটি IP68 রেটিংযুক্ত। যার অর্থ, জলে ১.৫ মিটার পর্যন্ত গভীরতায় ৩০ মিনিট পর্যন্ত ফোন ঠিকঠাক কাজ করবে। স্যামসাং গ্যালাক্সি এস২২ আর্ন্তজাতিক বাজারে এক্সিনস ২২০০ প্রসেসর এবং চীন, আমেরিকা, এবং ভারতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সাথে মিলবে।
প্রথম দুই মডেলে ট্রিপল ক্যামেরা থাকলেও হাই-এন্ড Samsung Galaxy S22 Ultra কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে - লেজার অটোফোকাস ও ওআইএস-সহ ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা + ১০x অপটিক্যাল জুমযুক্ত ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা + ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (৩x অপটিক্যাল জুম)। amsung Galaxy S22 Ultra-র সামনে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ। সংস্থার দাবি, এর ২.৪ মাইক্রন পিক্সেল সেন্সরের সৌজন্যে কম আলোয় আরও ঝকঝকে ছবি তুলতে পারবে ব্যবহারকারীরা।
পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২২+ মডেলে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। একইসাথে এতে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়া, ফোনে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।