সস্তায় ফ্ল্যাগশিপ ফোন আনছে Samsung, থাকবে Galaxy S24-এর মতো দুর্ধর্ষ ফিচার্স
গত ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ Galaxy S24 সিরিজের সাশ্রয়ী সংস্করণ হিসেবে Samsung Galaxy S24 FE শীঘ্রই বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যদিও স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটির বিষয়ে কিছু নিশ্চিত করেনি, তবে ডিভাইসটির অস্তিত্ব এখন ইংল্যান্ডের এক ক্যারিয়ার ডেটাবেসের মাধ্যমে যাচাই করা হয়েছে।
Samsung Galaxy S24 FE-কে দেখা গেল UK ক্যারিয়ারের ডেটাবেসে
স্যামইনসাইডার-এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই স্মার্টফোনটিকে ক্যারিয়ার লিস্টিংয়ে SM-721U মডেল নম্বরের সাথে দেখা গেছে। এছাড়াও, অ্যান্ড্রয়েড হেডলাইন ইতিমধ্যেই SM-S721B, SM-S721W, SM-S721N এবং SM-721U-এর মতো বিভিন্ন মডেল নম্বরের অধীনে স্পট করেছে, যার মধ্যে শেষটি ক্যারিয়ারে দেখা গেছে। SM-S721B গ্লোবাল ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে, যেখানে SM-S721W, SM-S721N এবং SM-721U হল আমেরিকা, কোরিয়া এবং কানাডার জন্য নির্ধারিত মডেল। এছাড়া, গ্যালাক্সি এস২৪ এফই সম্পর্কে আর কিছু জানা যায়নি।
যদিও আগের কিছু রিপোর্ট প্রকাশ করেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই-তে ৬.১ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি থেকে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজে পাওয়া যেতে পারে৷ এছাড়াও শোনা যাচ্ছে যে, এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে।
উল্লেখিত স্পেসিফিকেশনগুলি Samsung Galaxy S FE লাইনআপের সাথে সঙ্গতিপূর্ণ, যা স্যামসাং সাধারণত তাদের ফ্ল্যাগশিপ S-সিরিজের আরও সাশ্রয়ী অপশন হিসাবে বাজারে আনে। যদিও নির্দিষ্ট তথ্য উপলব্ধ নেই, তবে Samsung Galaxy S24 FE-তে Galaxy S24-এর কিছু বৈশিষ্ট্য দেখা যেতে পারে, তবে কম মূল্যে।
উল্লেখ্য, Samsung Galaxy S24 FE-এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। তবে আগের FE মডেলের লঞ্চের ওপর ভিত্তি করে আশা করা যায়, এই মডেলটির জন্য একটি স্যামসাং ইভেন্ট এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে।