Samsung Galaxy S25 সিরিজের সমস্ত ফোনে থাকবে অসীম শক্তিশালী Snapdragon 8 Gen 4 প্রসেসর
Samsung Galaxy S24 সিরিজ আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তার আগেই অবশ্য এই লাইনআপের ফোনগুলি সম্পর্কে একাধিক তথ্য সামনে আসতে শুরু করেছে। প্রায়ই স্যামসাং-এর এই নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপের চিপসেট ডিটেলস ফাঁস হচ্ছে। এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, Samsung Galaxy S24 সিরিজে কেবল Snapdragon 8 Gen 4 প্রসেসর থাকবে।
Samsung সাধারণত তাদের ফ্ল্যাগশিপ ফোন কোথায় লঞ্চ হবে তার উপর নির্ভর করে নিজস্ব Exynos প্রসেসরের পাশাপাশি Qualcomm চিপসেট ব্যবহার করে। শোনা যাচ্ছে, Galaxy S25 সিরিজের প্রতিটি মডেলে Snapdragon 8 Gen 4 চিপ থাকবে। এই চিপসেট অক্টোবরে লঞ্চ হওয়ার কথা রয়েছে। অন্যান্য ব্র্যান্ডের একাধিক প্রিমিয়াম ফোনে থাকতে চলেছে এটি।
আরও পড়ুন : তুখোড় ফিচার সহ Redmi Note 14 5G, 14 Pro 5G ও Note 14 Pro Plus 5G ভারতে আসছে, দাম দেখে নিন
অন্যদিকে, স্যামসাং তাদের আপকামিং ফোল্ডেবলে Exynos 2500 চিপসেট ব্যবহার করতে পারে। অর্থাৎ 2025 সালে লঞ্চ হতে চলা Galaxy Z Fold 7 ও Galaxy Z Flip 6 মডেল দু'টি ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসরের পরিবর্তে Exynos চিপসেটের সঙ্গে আসবে।
আরও পড়ুন : Upcoming Bikes: পুজোর আনন্দ দ্বিগুণ করতে সেপ্টেম্বর লঞ্চ হবে চারটি নতুন বাইক এবং স্কুটার, রইল লিস্ট
প্রসঙ্গত, Samsung Galaxy S25 সিরিজে ঠিক কোন প্রসেসর থাকবে, সেই নিয়ে নানা পরস্পর বিপরীতধর্মী খবর সামনে এসেছে। যেমন একটি সূত্র এই ফোনগুলিতে Snapdragon 8 Gen 4 থাকবে বলে দাবি করলেও, অপর এক সূত্রের মতে, নতুন MediaTek চিপসেট ব্যবহারের পথেও হাঁটতে পারে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি।