Samsung Galaxy S25 থেকে iPhone SE 4: ২০২৫ সালে নজর কাড়বে এই ৫ স্মার্টফোন

নতুন বছরে একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ব্র্যান্ডগুলি। তালিকায় রয়েছে iPhone SE 4 থেকে Samsung Galaxy 25 Ultra। কী কী স্মার্টফোন বাজার কাঁপাতে চলেছে দেখে নিন।

Update: 2024-12-16 12:50 GMT

নতুন রূপে আলোড়ন ফেলতে চলেছে স্মার্টফোনের বাজার। ২০২৫ সালে একগুচ্ছ নয়া মডেল হাজির করতে চলেছে স্যামসাং, অ্যাপল এবং ওয়ানপ্লাস। এই সমস্ত বিকল্পের মাঝে কোনটা ছেড়ে কোনটা কিনবেন বুঝে উঠতে পারবেন না। একনজরে দেখে নেওয়া যাক আগামী বছর লঞ্চ হতে পারে এমন সেরা ৫ স্মার্টফোন।

OnePlus 13

২০২৫ সালে তাক লাগাতে আসছে ওয়ানপ্লাস। চীনা সংস্থার সবথেকে সেরা ও ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নতুন সংস্করণ ভারতে লঞ্চ হবে। ওয়ানপ্লাস ১৩-এ পাওয়া যাবে স্ন্যাপড্রাগন এলিট ৮ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম এবং Hassleblad প্রযুক্তির সেরা ক্যামেরা সেটআপ।

Samsung Galaxy S25 Series

স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত গ্যালাক্সি S25 সিরিজ লঞ্চ হবে আগামী বছর। যারা স্যামসাংয়ের ফোন ভালোবাসেন তাদের জন্য এটি ফাটাফাটি সুযোগ। কারণ S24 এর তুলনায় ক্যামেরা, ব্যাটারি-সহ একাধিক বিভাগে আপগ্রেড নিয়ে আসছে S25 সিরিজ। থাকবে গুচ্ছের এআই ফিচার। পাওয়া যাবে নতুন স্ন্যাপড্রাগন এলিট ৮ প্রসেসর।

iPhone SE 4

A15 Bionic চিপ-সহ বাজারে আসছে অ্যাপলের নতুন আইফোন। থাকবে ৮ জিবি র‍্যাম, ৫জি প্রযুক্তি, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল দ্বিতীয় ক্যামেরা, ৬.১ ইঞ্চি ডিসপ্লে ইত্যাদি। ফেস আইডি প্রযুক্তিও থাকবে। একাধিক হাই-এন্ড ফিচার বেশ কম দামে পাওয়া যাবে এই আইফোন মডেলে।

Nothing Phone 3

২০২৫ সালে লঞ্চ হতে পারে নাথিং ফোন ৩। এই স্মার্টফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭এস ৩ জেন চিপ, ৮ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ এবং AMOLED ডিসপ্লে। এই সংস্করণে পারফরম্যান্সের উপর বেশি মনোনিবেশ করতে চলেছে নাথিং।

Asus Rog Phone 9

গেমিং ফোনের বাজারে বাদশাহ আসুস রগ ফোন সিরিজের নতুন সংস্করণ ভারতে লঞ্চ হবে ২০২৫ সালে। থাকবে দ্রুত গতির স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, অ্যাডভান্স কুলিং সিস্টেম, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫,৮০০mAh ব্যাটারি ক্যাপাসিটি।

Tags:    

Similar News