Samsung Galaxy S25 Slim লঞ্চের প্রস্তুতি শুরু, পেল প্রথম সার্টিফিকেশন

Samsung Galaxy S25 Slim Spotted GSMA IMEI Certification - জিএসএমএ আইএমইআই ডেটাবেসে একটি স্মার্টফোনকে দেখা গেছে, যার বাজার নাম “গ্যালাক্সি” এবং মডেল নম্বর এসএম-এস৯৩৭ইউ।

Update: 2024-11-08 04:32 GMT

অ্যাপল আগামী বছর তাদের Apple iPhone 17 সিরিজে একটি "স্লিম” মডেল অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার স্যামসাংও তাদের আসন্ন এস সিরিজের অধীনে "Galaxy S25 Slim" নামে একটি মডেলের ওপর কাজ শুরু করেছে শোনা কাছে। এসপ্তাহের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যম একটি প্রতিবেদন ইঙ্গিত দিয়েছিল যে, স্যামসাংয়ের স্লিমার স্মার্টফোনটি ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বাজারে আসতে পারে, যা স্ট্যান্ডার্ড স্যামসাং গ্যালাক্সি এস২৫ লাইনআপ লঞ্চ হওয়ার পরে। এখন, জিএসএমএ আইএমইআই (GSMA IMEI) ডেটাবেস এই জল্পনাকে আরও তীব্র করেছে।

স্যামসাংও একটি “স্লিম” ফোন বাজারে আনতে চলেছে

স্মার্টপ্রিক্স-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জিএসএমএ আইএমইআই ডেটাবেসে একটি স্মার্টফোনকে দেখা গেছে, যার বাজার নাম “গ্যালাক্সি” এবং মডেল নম্বর এসএম-এস৯৩৭ইউ। তালিকায় স্পষ্টভাবে ডিভাইসটির নাম স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম বলে উল্লেখ করা হয়নি, তবে মডেল নম্বর থেকে নিশ্চিত এটি গ্যালাক্সি এস২৫ সিরিজের নতুন ফোন হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, স্যামসাং সাধারণত লঞ্চের ছয় থেকে সাত মাস আগে ডেটাবেসে অভ্যন্তরীণ পরীক্ষার অধীনে ডিভাইসগুলি যুক্ত করে। তারই প্রস্তুতি এখন শুরু হয়েছে।

যাইহোক, স্যামসাং গ্যালাক্সি এস২৪ স্লিম সম্পর্কিত বিশদ তথ্য ডেটাবেস থেকে জানা যায়নি, কিন্তু স্লিম লেবেলটি ইঙ্গিত করে যে এটি বর্তমান গ্যালাক্সি ফ্ল্যাগশিপগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে পাতলা হবে, যার জন্য ব্যাটারির মতো অন্যান্য ক্ষেত্রগুলিতে আপস করতে পারে সংস্থা। এছাড়া কাল আইস ইউনিভার্স দাবি করেছেন যে, এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হবে।

এদিকে রিপোর্ট অনুযায়ী, অ্যাপলের আসন্ন "স্লিম" আইফোন ১৭ আগামী বছরের তৃতীয় ত্রৈমাসিকের পরে আত্মপ্রকাশ করতে পারে এবং বর্তমান আইফোন প্রো ম্যাক্স থেকেও বেশি দামী হতে পারে। এই পাতলা আইফোনটি একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা এবং ৬.৬ ইঞ্চির ডিসপ্লে অফার করবে বলে আশা করা হচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম হ্যান্ডসেটে স্যামসাং কি কি অফার করবে, সেটাই এখন দেখার। একটি স্লিম প্রোফাইল অর্জন করার জন্য কোম্পানিকে প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারির মতো উপাদানগুলিতে অ্যাডজাস্ট করতে হতে পারে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং আইফোন ১৬-এ এআই ফিচারের অন্তর্ভুক্তি কিছু ইউজারদের নতুন ডিভাইসে আপগ্রেড করতে নিরুৎসাহিত করতে পারে। তাই আগামী বছর সংস্থাগুলি সত্যিকারের পাতলা স্মার্টফোনের প্রতি ক্রেতাদের আগ্রহী করে তুলতে পারে এবং এই ধরনের ফোনের মার্কেট শেয়ার বাড়তে পারে।

Tags:    

Similar News