Samsung Galaxy Z Fold SE: ব্যাপক চাহিদা! সেল শুরু হতেই বিক্রি শেষ স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশনের

Samsung Galaxy Z Fold SE - স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশন হল স্যামসাং গ্যালাক্সি গ্যালাক্সি জেড ফোল্ড ৬-এর একটি স্লিম ভ্যারিয়েন্ট, যা বড় স্ক্রিন, উন্নততর ক্যামেরা এবং একই ব্যাটারি ক্ষমতা অফার করে৷

Update: 2024-11-07 05:11 GMT

Samsung Galaxy Z Fold SE Sold Out

গত জুলাই মাসে তাদের লেটেস্ট Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 ফোল্ডেবল স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হয়। আর প্রায় দুই সপ্তাহ আগে Samsung Galaxy Z Fold ফোনের একটি ‘Special Edition’ উন্মোচন করে স্যামসাং। এই ফোনটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে, প্রথম সেলেই এর সবকটি ইউনিট বিক্রি গিয়েছিল। চলতি সপ্তাহেই শুরুতেই কোম্পানি দক্ষিণ কোরিয়াতে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড এসই (স্পেশাল এডিশন) হ্যান্ডসেটের দ্বিতীয় ব্যাচটির বিক্রি শুরু করে এবং স্যামসাং জানিয়েছেন সেই ব্যাচটি প্রথম ব্যাচের তুলনায় আরও দ্রুত বিক্রি হয়েছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড এসই ফোনের দ্বিতীয় ব্যাচ দক্ষিণ কোরিয়ায় পুরোপুরি সোল্ড আউট

গত ৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশনের দ্বিতীয় ব্যাচটির সেল শুরু হয়। কোম্পানির ওয়েবসাইটে দ্বিতীয় ব্যাচটির সবকটি ইউনিট মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে, যা প্রথম ব্যাচের তুলনায় দ্বিগুণ দ্রুত। দক্ষিণ কোরিয়ার নেটওয়ার্ক ক্যারিয়ার (কেটি, এলজি ইউপ্লাস, এবং এসকেটি)-এর মাধ্যমে বিক্রি হওয়া সবকটি ইউনিটই কিনে নিয়েছেন আগ্রহী ক্রেতারা।

স্যামসাং ঘোষণা করেছে যে সমস্ত প্রস্তুত করে রাখা স্টক বিক্রি হয়ে গেছে এবং অতিরিক্ত স্টক এলে গ্রাহকদের জানানো হবে। এটি নির্দেশ করে যে এই স্পেশাল এডিশনের ফোনটি দক্ষিণ কোরিয়ার ক্রেতাদের মন জয় করে নিয়েছে এবং এটির জন্য তারা ২৭,৮৯,৬০০ ওন (প্রায় ১,৬৮,২০০ টাকা) খরচ করতেও প্রস্তুত৷ স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশন শুধুমাত্র একটি কালার অপশন (ব্ল্যাক শ্যাডো) এবং একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে (৫১২ জিবি) উপলব্ধ।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশনের স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশন হল স্যামসাং গ্যালাক্সি গ্যালাক্সি জেড ফোল্ড ৬-এর একটি স্লিম ভ্যারিয়েন্ট, যা বড় স্ক্রিন, উন্নততর ক্যামেরা এবং একই ব্যাটারি ক্ষমতা অফার করে৷ এতে ২১:৯ অনুপাতের সাথে ৬.৫ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স (AMOLED 2x) স্ক্রিন এবং প্রায় বর্গাকার অনুপাতের সাথে ৮ ইঞ্চির ফোল্ডেবল অভ্যন্তরীণ স্ক্রিন রয়েছে। উভয় ডিসপ্লেতেই ২,৬০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, ফোনটিতে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার মতো অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ৩x অপটিক্যাল জুম সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরার সাথে যুক্ত। আর সেলফির জন্য, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশনের কভার স্ক্রিনে একটি ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ফোল্ডেবল স্ক্রিনের নীচে একটি ৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। ডিভাইসটির সমস্ত ক্যামেরা ব্যবহার করে ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড হারে ৪কে ভিডিও এবং প্রাইমারি ক্যামেরা ব্যবহার করে ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড হারে ৮কে ভিডিও রেকর্ড করতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশনটি গ্যালাক্সির জন্য আলাদাভাবে তৈরি করা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরে চলে, যা ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১.১ সফ্টওয়্যার সংস্করণে রান করে এবং কোম্পানি এতে আগামী সাতটি প্রধান অ্যান্ড্রয়েড আপডেট পাঠাবে বলে জানা গেছে। এছাড়াও, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশনে বেশ কিছু গ্যালাক্সি এআই (Galaxy AI) ফিচার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, হ্যান্ডসেটটি ৪,৪০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি দ্বারা চালিত, যা ২৫ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে ৪.৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে। স্যামসাংয়ের স্পেশাল এডিশনের ফোল্ডেবল ফোনটিতে স্টেরিও স্পিকার, ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৪৮ রেটিং এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর কানেক্টিভিটির জন্য এতে জিপিএস, ৫জি, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩, নিয়ার ফিল্ড কমিউনিকেশন এবং ইউএসবি টাইপ-সি পোর্ট মিলবে।

Tags:    

Similar News