5G Smartphones Under Rs 10000: ১০ হাজার টাকার কমে কিনুন এই ৫জি স্মার্টফোন, রয়েছে ৪৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা
5G Smartphones Under Rs 10000 - ইনফিনিক্স হট ৫০ ৫জি এখন অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এই দাম ফোনটির ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।
ভারতীয় স্মার্টফোন মার্কেটে বাজেট ও মিড রেঞ্জ সেগমেন্টে এখন জনপ্রিয় নাম ইনফিনিক্স। গত কয়েক বছরে সংস্থাটি এই দুই রেঞ্জে দুর্দান্ত ফিচার সহ একাধিক ফোন লঞ্চ করেছে। এরমধ্যে একটি ডিভাইস হল ৪৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা সহ আসা ইনফিনিক্স হট ৫০ ৫জি। এই স্মার্টফোনটি এখন ফ্লিপকার্ট থেকে ১০,০০০ টাকার কমে পাওয়া যাচ্ছে। মিডিয়াটেক প্রসেসর চালিত ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনে ভালো ক্যামেরা ছাড়াও বড় ব্যাটারি পাওয়া যাবে।
আর ফোনটি ১০,০০০ টাকার কমে পাওয়া গেলেও স্লিম ডিজাইন অফার করবে। আবার বিশেষ এআই ফিচারের পাশাপাশি এই স্মার্টফোন ৫ বছর পর্যন্ত স্মুথ পারফরম্যান্স দেবে বলে দাবি করেছে ইনফিনিক্স। এছাড়াও এই ডিভাইসে অ্যাপল আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো ডায়নামিক বার নামে একটি ফিচার উপস্থিত। আসুন ইনফিনিক্স হট ৫০ ৫জি এর উপর কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
Infinix Hot 50 5G ফোন কিনুন ১০ হাজার টাকার কমে
ইনফিনিক্স হট ৫০ ৫জি এখন অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এই দাম ফোনটির ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। সেজ গ্রিন, স্লিক ব্ল্যাক এবং ভাইব্র্যান্ট ব্লু কালার অপশনে পাওয়া যাবে এটি।
আপনি চাইলে আরও সস্তায় ডিভাইসটি কিনতে পারবেন। এরজন্য নির্বাচিত ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এই কার্ডগুলির মধ্যে রয়েছে এসবিআই ক্রেডিট কার্ড এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড। ব্যাঙ্ক অফার ছাড়াও এর সাথে এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। পুরানো ফোন এক্সচেঞ্জ করে আপনি নতুন ইনফিনিক্স হট ৫০ ৫জি কিনতে পারবেন। পুরনো ডিভাইসের মডেল ও পরিস্থিতি অনুযায়ী সর্বোচ্চ ৭,৮০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে।
Infinix Hot 50 5G: স্পেসিফিকেশন ও ফিচার
ইনফিনিক্স হট ৫০ ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৮০ নিটস ব্রাইটনেস অফারকারী ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ডিভাইসটির পিছনে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৮২ ক্যামেরা সেন্সর উপস্থিত। ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস কাস্টম স্কিনে চলবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।