200MP Camera Redmi Smartphone: ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এই Redmi ফোন এখন ৪ হাজার টাকা সস্তায়, আজই শেষ সেল

Redmi Smartphone - রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোনের সামনে ২৭১২x১২২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬ ইঞ্চি ১.৫কে থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।

Update: 2024-11-07 05:18 GMT

Redmi Note 13 Pro+ 5G Discount Offer

এখন কম দামেও ভালো ক্যামেরা ফোন পাওয়া যায়। তবে আপনি যদি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন কিনতে চান তাহলে ৩০,০০০ টাকার কাছাকাছি ব্যয় করতে হবে। এক্ষেত্রে এই রেঞ্জে আপনি রেডমির একটি ডিভাইস পাবেন, যার নাম Redmi Note 13 Pro+ 5G। দুর্দান্ত ক্যামেরা ছাড়াও এতে আছে অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 Pro+ 5G কিনুন লোভনীয় অফার

রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি এখন ফ্লিপকার্টে চলমান ফেস্টিভ ডেজ সেলে সেরা ডিল সহ পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। তবে আজ অর্থাৎ ৭ নভেম্বর পর্যন্ত চলা এই সেলে ফোনটি ২৩,৬২৪ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ৪,৩৭৫ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

এছাড়া আপনার কাছে যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তাহলে ১,৭৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ৫ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে ২৩,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।

রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি: স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোনের সামনে ২৭১২x১২২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬ ইঞ্চি ১.৫কে থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে গরিলা গ্লাস ভিক্টাস। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি এর পিছনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরাসহ ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরায় ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য এই রেডমি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে। ব্যাটারির কথা বললে, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Tags:    

Similar News